চাঞ্চল্যকর ও আলোচিত স্বামী স্ত্রীকে কুপিয়ে হত্যা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার
বার্তা সম্পাদক প্রকাশিত: ১০:২১ অপরাহ্ণ , ৬ সেপ্টেম্বর ২০২৩, বুধবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
এনই আকন্ঞ্জি , ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার চাঞ্চল্যকর ও আলোচিত স্বামী স্ত্রীকে কুপিয়ে হত্যা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামীকে ডিএমপির পল্লবী থানা এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এলিট ফোর্সের সংবাদ বিজ্ঞপ্তি জানানো হয়, নৃশংস ও ঘৃণ্যতম অপরাধ বিশেষ করে হত্যা মামলার ঘটনার বিবরণে গত ২০১৩ সালে ব্রাহ্মনবাড়িয়া জেলার কসবা থানাধীন মোঃ রাসেল মিয়া (৩২) এর সাথে ভিকটিম সুমা আক্তারের ইসলামী শরিয়াহ মোতাবেক বিয়ে হয়। বিয়ের সময় সুমা আক্তারের পরিবারের পক্ষ থেকে ১ টি অটোরিকশাসহ প্রায় ১ লক্ষ ২০ হাজার টাকার মালামাল ও ১ ভরি ওজনের স্বর্ণালংকার দেওয়া হয়। এরপরেও ভিকটিমের স্বামী বিভিন্ন সময় ভিকটিমকে তার বাবার বাড়ি থেকে টাকা-পয়সা আনার জন্য চাপ দিতে থাকে। এ নিয়ে তাদের সংসারে প্রায়ই ঝগড়া লেগেই থাকত।
চাহিত টাকা না পেয়ে ভিকটিমের স্বামী মোঃ রাসেল মিয়া ভিকটিমের উপর অমানুষিক নির্যাতন চালাতো। নির্যাতন সহ্য করতে না পেরে এক পর্যায়ে ভিকটিম সুমা আক্তার স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ি চলে যায় এবং গত ৩১ মে ২০১৫ সালে ভিকটিম তার স্বামী মোঃ রাসেল মিয়াকে ডিভোর্স দেয়। এ ঘটনায় ভিকটিমের স্বামী মোঃ রাসেল মিয়া ক্ষিপ্ত হয়ে গত ৪ অক্টোবর ২০১৫ সালে সন্ধ্যার পর বাবার বাড়িতে থাকা ভিকটিম সুমা আক্তারকে একঘর থেকে অন্য ঘরে যাবার সময় এলোপাথারী কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়।
পরবর্তীতে, পরিবারের লোকজন ভিকটিমকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে ৫ অক্টোবর ২০১৫ সালে ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন যার মামলা নং- ০৭, তারিখ- ৫ অক্টোবর ২০১৫, ধারা- ৩০২ পেনাল কোড। ঘটনার পর থেকেই ঘাতক মোঃ রাসেল মিয়া পলাতক ছিলেন।
গত ৭ আগস্ট ২০২৩ সালে বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালত, ব্রাহ্মণবাড়িয়া উক্ত হত্যা মামলার পলাতক আসামী মোঃ রাসেল মিয়াকে মৃত্যুদন্ডাদেশ প্রদানসহ ২০,০০০ টাকা জরিমানা করে। এই ঘটনায় মৃত্যুদন্ডাদেশ প্রাপ্ত আসামীকে আইনের আওতায় আনতে র্যাব গোয়েন্দা তৎপরতা জোরদার করে। এরই ধারাবাহিকতায় প্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, র্যাবের একটি আভিযানিক দল ৬ সেপ্টেম্বর রাত আনুমানিক ১২ .৩০ সময় ডিএমপির পল্লবী থানা এলাকায় অভিযান চালিয়ে ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার
চাঞ্চল্যকর ও আলোচিত হত্যা মামলার আসামী মোঃ রাসেল মিয়া (৩২) কে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামী মোঃ রাসেল মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার খিরনাল এলাকার বাসিন্দা আবু তাহেরের ছেলে।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামীকে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানায় হস্তান্তর করা হয়।
আপনার মন্তব্য লিখুন