সরাইলে গাড়িসহ দুই ইয়াবা ব্যবসায়ী আটক
বার্তা সম্পাদক প্রকাশিত: ৭:০৭ পূর্বাহ্ণ , ৩ সেপ্টেম্বর ২০২৩, রবিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
মো তাসলিম উদ্দিন সরাইল( ব্রাহ্মণবাড়িয়া)ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পুলিশের অভিযানে প্রাইভেট কারসহ দুই ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সরাইল থানা পুলিশ।
শনিবার (২ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা সিলেট মহাসড়কের উপজেলার বাড়িউড়া এলাকায় থেকে দুই মাদক ব্যবসায়ী কে প্রাইভেট কারসহ গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো,বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়নের বিল্লাল মিয়ার ছেলে মো. সাকিব মিয়া(২১) অপরজন রিপন(২২)
একি উপজেলার জালালপুরের সহিদ মিয়ার ছেলে ।থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-সিলেট মহাসড়ক উপজেলার বাড়িউড়া এলাকায় অভিযান পরিচালনা করে এস আই মো. জয়নাল আবেদীন, এসআই রুবেল আখনসহ সঙ্গীয় ফোর্স দুপুরে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে, নয়শ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে প্রাইভেটকার সহ গ্রেফতার করেছে থানা পুলিশ।
সরাইল থানা অফিসার ইনচার্জ( ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, সরাইল থানা পুলিশ একটি প্রাইভেটকারে পাচজন ব্যক্তিকে দেখে সন্দেহ হলে তাদেরকে তল্লাশি করা হয়। তিনজন পালিয়ে যায়। তখন প্রাইভেটকারে ঐ দুই আরোহীর কাছ থেকে নয়শ পিচ ইয়াবা উদ্ধার করে তাদেরকে আটক করা হয়। পালিয়ে যাওয়া তিনজনকে গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।এ ঘটনায় মাদকদ্রব্য আইনে একটি মামলা রুজু করা হয়েছে। সরাইল থানা ওসি মোহাম্মদ এমরানুল ইসলাম বলেন, মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করেছে সরাইল থানা পুলিশ।
আপনার মন্তব্য লিখুন