রিক্সা আর কটা সিএনজির যন্ত্রণা’য় অস্থির: চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর
বার্তা সম্পাদক প্রকাশিত: ৭:১২ অপরাহ্ণ , ২৮ আগস্ট ২০২৩, সোমবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
মো.তাসলিম উদ্দিন সরাইল( ব্রাহ্মণবাড়িয়া)সরাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিক উদ্দিন ঠাকুর বলেছেন,বছরের পর বছর ধরে আলোচনা হচ্ছে।আমরা কিন্তু কিছু করতে পারি নাই।আমি প্রথম চেয়ারম্যান হওয়ার পর। দুইটা সিএনজি স্ট্যান্ড করে দিয়েছি।কিন্তু তাদেরকে নিতে পারি নাই। সিএনজি স্ট্যান্ড
ভাগাভাগি করে ভাড়া দিয়ে তারা অর্থ কামাচ্ছে। কিন্তু গাড়ি নিয়ন্ত্রণে তারা কোন কাজ করছে না। এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান মো.রফিক উদ্দিন ঠাকুর বলেন, আমার লজ্জা হয়!সামান্য কয়েকটা রিক্সা আর সিএনজির যন্ত্রণা’য় আমরা অস্থির। ২৪ আগস্ট বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সভাকক্ষে। উপজেলা নির্বাহী অফিসার ( উইএনও) মুহাম্মদ সরওয়ার উদ্দীনে’র সভাপতিত্ব সরাইল উপজেলা আইন- শৃঙ্খলা কমিটির মাসিক সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান মো.রফিক উদ্দিন ঠাকুর এসব কথাগুলি বললেন।সভায় বক্তব্য দেন-উপজেলা স্বাস্থ্য ওপরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মো. নোমান মিয়া,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো.আবু হানিফ মিয়া, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. রোকেয়া বেগম, সরাইল থানা এস আই মো.জয়নাল আবেদীন,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডিপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো.আনোয়ার হোসেন,সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটি সাধারণ সম্পাদক মো. তাসলিম উদ্দিন,সরাইল সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল জব্বার,শাহবাজ পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খায়রুল খোদা চৌধুরী বাদল, কালিকচ্ছ ইউপি চেয়ারম্যান মো.সায়েদ মিয়া,নোয়াগাঁও ইউপি চেয়ারম্যান মো. মনসুর হোসেন,অরুয়াইল ইউপি চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূইঁয়া, পাকশিমুল ইউপি চেয়ারম্যান আবু কাউছার হোসেন,শাহজাদাপুর ইউপি চেয়ারম্যান মোছা.আছমা বেগম, অরুয়াইল বাজার কমিটির সম্পাদক মো. আবু তালেব মিয়া এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা সহকারী কর্মকর্তা মো.নজরুল ইসলাম,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. জান্নাত জাহান, উপজেলা আনসার- ভিডিপি কর্মকর্তা মোছা.বিউটি আক্তার, সুকের পরিচালক মো. মুমিন প্রমুখ। মাসিক সভায় আইন-শৃঙ্খলা, মাদক, চুরি, ডাকাতি, যানজটসহ উপজেলার সার্বিক বিষয়ে আলোচনা করা হয়।
আপনার মন্তব্য লিখুন