সরাইলে বাস-সিএনজি সংঘর্ষে নিহত১ আহত ২
বার্তা সম্পাদক প্রকাশিত: ১০:৩৮ অপরাহ্ণ , ২১ আগস্ট ২০২৩, সোমবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
মো. তাসলিম উদ্দিন সরাইল( ব্রাহ্মণবাড়িয়া) ব্রাহ্মণবাড়িয়া সরাইলে যাত্রী বাহী বাস- সিএনজি সংঘর্ষে সিএনজি যাত্রী আবু হানিফ (৬০) নামের এক ব্যক্তি নিহত এবং দুইজন
সিএনজি যাত্রী আহত হওয়ার ঘটনা ঘটেছে। সোমবার সকালে ঢাকা- সিলেট মহাসড়কের ইসলামাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবু হানিফ জেলার আখাউড়া উপজেলার আব্দুল হাসেমের ছেলে। সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও নিহতের পরিবার সূত্রে জানায়, সোমবার ১২টার দিকে ঢাকা- সিলেট সড়কে সরাইল উপজেলার ইসলামাবাদ এলাকায় সিএনজি ও মাধবপুর গামী যাত্রীবাহী একটি বাসের সংঘর্ষে সিএনজিটি ভেঙে যায়। এতে সিএনজি যাত্রী আবু হানিফ ঘটনাস্থলেই নিহত হন। এছাড়া সিএনজির আরো দুইজন যাত্রী আহত হন।এ দুর্ঘটনায় আহতরা সবাই প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন।
আপনার মন্তব্য লিখুন