১৭ আগষ্ট “সন্ত্রাস বিরোধী দিবস” উপলক্ষে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির উদ্যোগে মানববন্ধন ও সমাবশ
বার্তা সম্পাদক প্রকাশিত: ১০:১০ অপরাহ্ণ , ১৭ আগস্ট ২০২৩, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
এনই আকন্ঞ্জি ,১৭ আগষ্ট “সন্ত্রাস বিরোধী দিবস” উপলক্ষে বিজয়নগরে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির উদ্যোগে মানববন্ধন ও সমাবশ অনুস্ঠিত হয়েছে।
সকাল সাড়ে ১০টায় অনুস্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন চান্দুরা ইউনিয়ন সভাপতি মো, দুলাল মিয়া।অন্যদের মধ্যে বক্তব্য রাকেন উপজেলা পার্টির সাধারন সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী, জাতীয় কৃষক সমিতির আহবায়ক আবদুল আজিজ,ইয়াকুব মিয়া,যুবমৈএীর নেতা সাগর দও,জামির আলি,জন্টুরাজ পাল,ভানু দাস ও জহির মিয়া প্রমুখ।
বক্তারা বলেন,১৯৯২ সালের এইদিনে সাম্প্রদায়িক ও দেশ বিরোধী অপশক্তি জননেতা রাশেদ খান মেননকে হত্যা করতে চেয়েছিলো। জনগণের ভালবাসায় তিনি ফিরে আসেন, জনতার মুক্তির মিছিলে। ষড়যন্ত্র ও হত্যা-খুনের রাজনীতির বিরুদ্ধে জনতার লড়াই জারি থাকবে।বক্তারা মৌলবাদী জঙ্গিবাদী ষড়যন্ত্রসহ সকল প্রকার সন্ত্রাস রুখে দিয়ে অসাম্প্রদায়িক গণতান্ত্রিক অভিযাত্রা অব্যাহত রাখারর দাবি জানান।
আপনার মন্তব্য লিখুন