বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ও বিদেশে সুচিকিৎসার দাবীতে ব্রাহ্মণবাড়িয়ায় আলোচনা সভা ও দোয়া মাহফিল
বার্তা সম্পাদক প্রকাশিত: ৯:৫১ অপরাহ্ণ , ১৭ আগস্ট ২০২৩, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
এনই আকন্ঞ্জি ,বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ও বিদেশে সুচিকিৎসার দাবীতে ব্রাহ্মণবাড়িয়ায় আলোচনা সভা ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে শহরের পাওয়ার হাউজ রোড এলাকায় জেলা বিএনপির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচির সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন, সাবেক সহ সভাপতি এডভোকেট শফিকুল ইসলাম, সাবেক যুগ্ম সম্পাদক এডভোকেট আনিছুররহমান মঞ্জু, সাবেক যুগ্ম সম্পাদক এ,বি,এম মমিনুল হক, জিয়া পরিষদের সাবেক সভাপতি এডঃ গোলাম সারোয়ার খোকন প্রমূখ।
এ সময় বক্তারা বলেন, তীব্র আন্দোলন সংগ্রামের মধ্যদিয়ে এই স্বৈরাচারী সরকারকে উৎখাত করে বেগম খালেদা জিয়াকে মুক্ত করা হবে। যতক্ষন পর্যন্ত নেত্রীকে মুক্ত করা না হবে বিএনপির তীব্র আন্দোলন চলবে। তারা এ সময় সাবেক এই প্রধানমন্ত্রীর উন্নত চিকিৎসার দাবী জানান। পরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এ,বি,এম মমিনুল হক। অনুষ্ঠানে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য লিখুন