১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

EN

সরাইলে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৯:৩০ অপরাহ্ণ , ১৫ আগস্ট ২০২৩, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে

মো. তাসলিম উদ্দিন সরাইল( ব্রাহ্মণবাড়িয়া) ব্রাহ্মণবাড়িয়া সরাইলে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।মঙ্গলবার সরাইল উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এ সব কর্মসুচি পালন করেন। মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পৃথকভাবে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন-ব্রাহ্মণবাড়িয়া-৩১২ আসনের সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলি আজাদ, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিক উদ্দিন ঠাকুর,উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ সরওয়ার উদ্দীন, সরাইল থানা পুলিশ, উপজেলা আওয়ামীলীগ, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সামাজিক সংস্কৃতিক সংগঠন, সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানসহ সর্বস্তরের মানুষ। পরে ইউএনও মুহাম্মদ সরওয়ার উদ্দীনের সভাপতিত্বে,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহিদ খালেদ জামিল খানের সঞ্চালনায় উপজেলা সৈয়দ সিরাজুল ইসলাম অডিটো রিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উক্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে
জাতীয় সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলি আজাদ এমপি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন বাঙালির প্রাণের নেতা।বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে ষড়যন্ত্র কারীরা মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করে দিতে চেয়েছিলেন। কিন্তু তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযুদ্ধের সেই চেতনাকে ধ্বংস করতে দেননি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অসাম্প্রদায়িক ও মানবিক মূল্যবোধ সম্পন্ন এক সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিলেন। তার সেই স্বপ্ন বাস্তবায়নে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানান এমপি। এ সময় আরওবক্তব্য রাখেন,সরাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিক উদ্দিন ঠাকুর, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাসরিন সুলতানা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা ডা. মো. নোমান মিয়া, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এড.নাজমুল হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আবু হানিফ মিয়া,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. রোকেয়া বেগম,সরাইল থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরানুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা এড. আব্দুর রাশেদ, এড. সৈয়দ তানভীর হোসেন কাউসার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. আনোয়ার হোসেন, বাংলাদেশ আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা উপ কমিটির সদস্য ও ঢাকা ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী,উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সুমন মিয়া, আওয়ামী লীগ নেতা এড. জয়নাল উদ্দিন জয়, সদর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি হাজী মো.কায়কোবাদ,আওয়ামী লীগ নেতা মো. মাহফুজ আলী, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো.শরিফ উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহ্বায়ক মো.বাবুল মিয়াসহ অনেকে ।এছাড়াও উপজেলার ৯টি ইউনিয়নে মিলাদ মাহফিল, দোয়া ও খাবার বিতরণসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। জাতীয় শোক দিবস উপলক্ষে উপজেলা যুব উন্নয়ন অফিস থেকে পাঁচজনকে তিন লক্ষ ৪০ হাজার টাকার নগদ চেক প্রদানও বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দগণ।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

August 2023
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
আরও পড়ুন