ব্রাহ্মণবাড়িয়ায় পিস্তল ও গুলিসহ যুবক গ্রেফতার
বার্তা সম্পাদক প্রকাশিত: ১১:১৩ অপরাহ্ণ , ৫ আগস্ট ২০২৩, শনিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
এনই আকন্ঞ্জি ,ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিদেশী পিস্তল ও ২ রাউন্ড গুলিসহ নরসিংদীর এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করে নবীনগর থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ সোহেল জানান, শুক্রবার (০৪ আগস্ট) সকালে উপজেলার বীরগাঁও বাজার থেকে মামুন (২৭) নামের এই যুবককে অস্ত্রসহ গ্রেফতার করা হয়। সে নরসিংদীর রায়পুর থানার রায়পুর গ্রামের বরকত উল্লাহর ছেলে।
নবীনগর থানার পরিদর্শক ( তদন্ত ) মোহাম্মদ সোহেল জানান, এ ঘটনায় থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে। অস্ত্রধারী যুবককে শনিবার (০৫ আগস্ট) ব্রাহ্মণবাড়িয়া আদালতে উপস্থাপন করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে ।
আপনার মন্তব্য লিখুন