বাংলাদেশ তরিকত ফেডারেশন ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা কাউন্সিল অনুষ্ঠিত
বার্তা সম্পাদক প্রকাশিত: ১১:১০ অপরাহ্ণ , ৫ আগস্ট ২০২৩, শনিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
এনই আকন্ঞ্জি ,
শনিবার ৫ আগস্ট দুপুরে বাংলাদেশ তরিকত ফেডারেশন ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।
শহরের ব্রাহ্মণবাড়িয়া জেলা ইসলামিক সেন্টারে তরিকত ফেডারেশন ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার আয়োজনে কাউন্সিলে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ তরীকত ফেডারেশন যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মুহাম্মদ আলী ফারুকী।
ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি আল্লামা শাহ্ সূফী ছৈয়দ জাফরুল কুদ্দুছ গালেবের সভাপতিত্বে ও সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক মাইন উদ্দিন মানিকের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ তরীকত ফেডারেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাহ মোহাম্মদ আলী হোসাইন,
কেন্দ্রীয় কমিটির যুগ্ম আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডা: খাজা বাকী বিল্লাহ মিশকাত চৌধুরী প্রমূখ।
কাউন্সিলে বাংলাদেশ তরিকত ফেডারেশন ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত নেতৃবৃন্দ, পীর মাশায়েখ, উলামায়ে
কেরামসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে প্রধান অতিথি বাংলাদেশ তরীকত ফেডারেশন’র যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মুহাম্মদ আলী ফারুকী সভাপতি পদে সৈয়দ জাফরুল কুদ্দুছ গালেব ও সাধারণ সম্পাদক পদে মাওলানা কামরুজ্জামান বুলবুলীর নাম ঘোষনা করেন।
আপনার মন্তব্য লিখুন