১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

EN

সরাইলে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টূর্ণামেন্টের ফাইনাল খেলাও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১১:৫১ অপরাহ্ণ , ২৭ জুলাই ২০২৩, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে

মো. তাসলিম উদ্দিন সরাইল( ব্রাহ্মণবাড়িয়া)বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০২৩ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট সরাইল উপজেলা পর্যায়ে ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
আজ বৃহস্পতিবার (২৭ জুলাই) বিকাল ৪ ঘটিকায় সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০২৩ শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সরাইল উপজেলা শিক্ষা অফিসার নৌসাদ মাহমদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া-৩১২ সংরক্ষিত আসনের সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলী আজাদ এমপি।ফাইনাল খেলা উপলক্ষে আলোচনা সভায়প্রধান অতিথির বক্তব্যে উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলী আজাদ এমপি বলেন, মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের শিক্ষার পাশাপাশি বিভিন্ন রকম খেলাখুলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় আত্মবিশ্বাসের সাথে অংশগ্রহণ করতে হবে। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, বর্তমান সরকারের সময় শিক্ষাক্ষেত্রে বিভিন্ন উন্নয়নের কথা তুলে ধরেন। স্মার্ট বাংলাদেশ বিনির্মানে শিক্ষার্থীদের যুগোপযোগী করে গড়ে তোলার আহবান জানান তিনি। এমপি বলেন,ক্রীড়াই আনে সুস্থ্য জীবন। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা মন ও শরীরকে সতেজ রাখে। সুস্থ্য জীবন গড়ে তুলতে হলে খেলাধুলার বিকল্প নেই। শিক্ষার্থীদের খেলাধুলায় অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানান এবং উৎসাহিত করেন।এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো.মোস্তফা কামাল,উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা সাইমা সাবরিন, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো.নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ নেতা মো.মোস্তাফিজুর রহমান, সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার, সরাইল উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এসএম ফরিদ, সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটি সাধারণ সম্পাদক মো. তাসলিম উদ্দিন,সরাইল উপজেলা প্রাথমিক শিক্ষা সমিতির সভাপতি মো. আলম মাস্টার।প্রথমে বালিকা ফুটবলার খেলা অনুষ্ঠিত হয় এ সময় ধর্ম তীর্থ সরকারি প্রাথমিক বিদ্যালয় এক গোলে বিজয়ী। কানিউচ্চ গুচ্ছ গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় রানার্স আপ হয়। বালক ফুটবল দলের মধ্যে চ্যাম্পিয়ন হয় আইরল সরকারি প্রাথমিক বিদ্যালয় বিজয়ী এবং ব্রাহ্মণ গাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় রানার্স আপ হয়। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন, মাসুম উল্লা খন্দকার। সহকারী ছিলেন আব্দুল্লাহ আল মুতিনও মোখলেছ।
খেলা শেষে অতিথিবৃন্দ ফুটবল খেলার রানার আপ ও চ্যাম্পিয়ন দলের হাতে পুরস্কার তুলে দেন।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

July 2023
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
আরও পড়ুন