১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

EN

বিজয়নগরে ২৩ টি মাধ্যমিক পর্যায়ের প্রতিষ্ঠানে চেক বিতরণ

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১১:৪৬ অপরাহ্ণ , ১৬ জুলাই ২০২৩, রবিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে

এস এম জহিরুল আলম চৌধুরী( টিপু), বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস (PBGSI)স্কিম (এসইডিপি) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক মাধ্যমিক পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানে প্রনোদনার চেক বিতরন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ জুলাই) বেলা সাড়ে ১১ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা পরিবারের আয়োজনে উপজেলা মডেল মসজিদের মিলনায়তনে ইউএনও এ এইচ ইরফান উদ্দিন আহমেদের সভাপতিত্বে ও উপজেলা সহকারি মাধ্যমিক শিক্ষা অফিসার আল মামুনের সঞ্চলনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মুক্তাদির চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের স্কিম পরিচালক প্রফেসর চিত্ত রঞ্জন দেবনাথ, উপজেলা চেয়ারম্যান নাছিমা মুকাই আলী, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো: জসিম মাহমুদ , সেক্রেটারি জাহাঙ্গীর মৃধা, ভাইস চেয়ারম্যান মাহমুদুর রহমান মান্না, মহিলা ভাইস চেয়ারম্যান সাবিত্রী রানী, ওসি রাজু আহমেদ, বীর মুক্তিযোদ্ধা দবির আহমেদ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: আব্দুল জলিল।অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- হাফেজ শফিকুর রহমান, জিয়াউর রহমান চৌধুরী, গোলাম মোস্তফা, আব্দুল হান্নান প্রমুখ।

আলোচনা সভা শেষে ২৩ টি শিক্ষাপ্রতিষ্ঠানে ৫ লক্ষ টাকা করে চেক প্রতিষ্ঠান প্রধানদের হাতে হস্তান্তর করেন প্রধান অতিথি।অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষক, শিক্ষিকা, রাজনৈতিক নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

July 2023
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
আরও পড়ুন