বিশ্ব টিকা সপ্তাহ উপলক্ষে সরাইলে এ্যাডভোকেসি সভা
বার্তা সম্পাদক প্রকাশিত: ৮:২৩ অপরাহ্ণ , ৬ জুলাই ২০২৩, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
মো. তাসলিম উদ্দিন সরাইল( ব্রাহ্মণবাড়িয়া) সকল শিশুর টিকা প্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে বিশ্বটিকা সপ্তাহ-২০২৩ পালন উপলক্ষে এক এ্যাডভোকেসি সভা অনুষ্টিত হয়েছে।৬ জুলাই বৃহস্পতিবার সকালে সরাইল উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্স কর্মকর্তার অফিসকক্ষে।
উপজেলা ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্হ্য কমপ্লেক্সে এর আয়োজনে অনুষ্ঠিত সভার সভাপতিত্ব করেন, সরাইল উপজেলা পরিবার পরিকল্পনা ও স্বাস্হ্য বিভাগ কর্মকর্তা ডা. মো. নোমান মিয়া, প্রধান অতিথি ছিলেন, সরাইল উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ সরওয়ার উদ্দীন, সরাইল থানা অফিসার ইনচার্জ মো. আসলাম হোসেন, সভায় বক্তারা বলেন, টিকা শিশুর অধিকার, টিকা শুধু রোগ প্রতিরোধই করে না। টিকা গ্রহণের মাধ্যমে শিশু ঐ রোগ থেকে সুরক্ষিত থাকে। বলে রোগের চিকিৎসায় অনর্থক সময়, কর্মক্ষমতা ও ব্যয় হ্রাস পায়,যা সামগ্রিক ভাবে জাতীয় প্রবৃদ্ধিতে ভূমিকা রাখে।বক্তারা বলেন, বিশ্বটিকা সপ্তাহ সফল করতে নীতিনির্ধারক, স্বাস্হ্য সেবাদান কারী,পেশাজীবী এবং বেসরকারি সংস্থার প্রত্যেককে টিকাদানের গুরুত্ব সম্পর্কে গণ সচেতনতা গড়ে তোলার আহ্বান জানান। এসময় উপস্থিত ছিলেন, ডা,ফজলে রাব্বি, ডা. একরামুল রেজা, ডা.সুমাইয়া হক, ইপিআই টেকনিশিয়ান মো, আলামিন, উপজেলা স্বাস্হ্য সহকারী প্রদীপ ও হাবিবুর রহমান। আরও উপস্থিত ছিলেন, সরকারি কর্মকর্তা, ডাক্তার, স্বাস্হ্য বিভাগের কর্মকর্তা ও গণমাধ্যম কর্মীগণ।
আপনার মন্তব্য লিখুন