বাড়ি চলে যাব বলায় তৃতীয় লিঙ্গের প্রেমিকাকে পিটিয়ে হত্যা
বার্তা সম্পাদক প্রকাশিত: ৫:৩৩ অপরাহ্ণ , ৫ জুলাই ২০২৩, বুধবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
এনই আকন্ঞ্জি,ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সোহেল রানা ওরফে দুষ্টু (২৫) নামে তৃতীয় লিঙ্গের (হিজড়া) এক প্রেমিকাকে পিটিয়ে হত্যা করেছে তারই প্রেমিক রাকিব (২৩)। মঙ্গলবার (৪ জুলাই) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া আদালতে এ ঘটনায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে রাকিব। সে কসবা উপজেলার গুনিনপাড়া (কলেজপাড়া) এলাকার মো. নাছিরের ছেলে। গত শনিবার রাতে আখাউড়া-কসবা আঞ্চলিক সড়কের গোপীনাথপুর এলাকা থেকে দুষ্টুর মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার দক্ষিণ সুকদেবপুরের বাসিন্দা ছাদের আলীর সন্তান।
স্থানীয় সূত্রে জানা যায়, সোহেল রানা ওরফে দুষ্টু ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার মনিয়ন্দ এলাকার নাজমা আক্তারের সন্তান অজান্তাকে তৃতীয় লিঙ্গের গুরু মানতেন। সেই সুবাদে দুষ্টু কসবা উপজেলায় গোপীনাথপুর থেকে সংগঠনের কাজকর্ম করতেন। প্রায় সাত-আট মাস আগে দুষ্টুর সঙ্গে অটোরিকশাচালক রাকিবের পরিচয় হয়। এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। রাকিব মাঝে মাঝে দুষ্টুর ভাড়াবাসায় থাকতেন। ঈদুল আজহার পরদিন রাতে দুষ্টু রাকিবকে ফোন দিয়ে জানান তিনি দিনাজপুরে তার বাড়িতে চলে যাবেন। এ কথা শুনে রাকিব ক্ষিপ্ত হয়ে দুষ্টুকে গালাগাল করেন। এ নিয়ে দুজনের মধ্যে হাতাহাতি হয়। একপর্যায়ে রাকিব গাছের ডাল দিয়ে দুষ্টুর মাথায় আঘাত করলে মাটিতে লুটিয়ে পড়েন। পরে একটি ইটের ভাঙা অংশ দিয়ে আবারও দুষ্টুর মাথায় আঘাত করেন রাকিব।
দুষ্টুকে মুমূর্ষু অবস্থায় ফেলে রেখে রাকিব পালিয়ে যান। রাকিব ফোন দিয়ে দুষ্টুর গুরু মাকে জানান- দুষ্টু গোপীনাথপুর সেকান্দারপাড়ায় পড়ে আছে। পরে ফোন বন্ধ রাখেন রাকিব। পরে কসবা থানা পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে রাকিবকে গ্রেফতার করে।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মহিউদ্দিন জানান, গ্রেফতারের পর রাকিব মঙ্গলবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রাকিবুল হাসানের কাছে ১৬৪ ধারা হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। তাকে কারাগারে পাঠানো হয়েছে।
আপনার মন্তব্য লিখুন