ব্রাহ্মণবাড়িয়ার সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে অবৈধ পথে আসছে চিনি
বার্তা সম্পাদক প্রকাশিত: ১১:০৯ অপরাহ্ণ , ২১ জুন ২০২৩, বুধবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
এনই আকন্ঞ্জি ,ব্রাহ্মণবাড়িয়ার সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে অবৈধ পথে আসছে চিনি। দেশের বাজারের চেয়ে ভারতে দাম কম থাকায় এর সুযোগ নিচ্ছে চোরাকারবারিরা। এতে চোরাকারবারীরা লাভবান হলেও সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে। সংশ্লিষ্টরা জানান, শুল্ক ফাঁকি দিয়ে যারা চোরাই পথে চিনি আনছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা।
ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার সীমান্ত দিয়ে আনা হচ্ছে ভারতীয় চিনি। উপজেলার গোরাঙ্গলা , পুটিয়া খাদলা , শ্যামপুর কুল্লাপাথর সীমান্ত দিয়ে অবৈধ পথে প্রতিদিন বিপুল পরিমার ভারতীয় চিনি দেশে প্রবেশ করছে। এক শ্রেনীর চোরাকারবারী সীমান্ত এলাকার নিম্ন আয়ের মানুষদের চিনি চোরাচালানের কাজে ব্যবহার করছেন। কাটা তারের বেড়া পেড়িয়ে বাইসাইকেল ও মোটরসাইকেল ইজিবাইকের পাশাপাশি রাতের বেলায় পিকআপ ভ্যানে করে এসব চিনি ছড়িয়ে যাচ্ছে জেলা বিভিন্ন বাজারে। নাম প্রকাশ না করার শর্তে একজন প্রত্যক্ষদর্শী জানালেন, বায়েক ইউনিয়নের এসব এলাকার শতাধিক মানুষ এর সাথে জড়িত। প্রতিদিন প্রায় ৩০/৪০ টন চিনি পাচার হয়ে দেশে আসছে। স্থানীয়রা জানালেন, দেশের বাজারের তুলনায় ভারতে চিনির দাম কম হওয়ায় চোরাকারবারীরা সুযোগ নিচ্ছে। এতে এক শ্রেণীর মানুষ লাভবান হলেও সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে। পাশাপাশি দেশীয় শিল্প হুমকির মুখে পড়ার আশংকা তাদের।
জড়িতদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহনের কথা জানালেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক, মোঃ মেহেদী হাসান।
অবৈধ পথে আসা পণ্যের বিরুদ্ধে নিয়মিত অভিযানের কথা জানিয়ে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের কথা জানালেন, পুলিশ সুপার মোঃ শাখাওয়াত হোসেন। চোরাচালান রোধে সংশ্লিষ্টরা তৎপর হবেন এমনটাই প্রত্যাশা।
আপনার মন্তব্য লিখুন