জামালগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন উপজেলা চেয়ারম্যান ইকবাল
বার্তা সম্পাদক প্রকাশিত: ১০:৫৮ অপরাহ্ণ , ২১ জুন ২০২৩, বুধবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
মো. শাহীন আলম, সুনামগঞ্জ প্রতিনিধি::সুনামগঞ্জের জামালগঞ্জে কর্মরত জামালগঞ্জ প্রেসক্লাবের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন জামালগঞ্জ উপজেলা পরিষদের জননন্দিত চেয়ারম্যান ইকবাল আল আজাদ।
বুধবার সকালে জামালগঞ্জ উপজেলা পরিষদ কার্যালয়ে জামালগঞ্জ প্রেসক্লাবের সদস্যদের নিয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সভাপতি মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইকবাল আল আজাদ।
এ সময় সারাদেশে সরকারের নানা উন্নয়নমূলক কাজ ও জামালগঞ্জের ৬ ইউনিয়নের জনপ্রতিনিধিসহ তাঁর আমলে উপজেলা পরিষদের নানা উন্নয়নমূলক কাজের উপর বিস্তর আলোচনা করা হয়। চেয়ারম্যান ইকবাল আল আজাদ আরো বলেন, সামনে আগামী জাতীয় সংসদ নির্বাচন, জনগণের স্বার্থে জনবান্ধব আওয়ামী লীগ সরকারের উন্নয়নগুলো পত্রিকায় লেখনির মাধ্যমে প্রকাশ করার অনুরোধ করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. ওয়ালী উল্লাহ সরকার, অঞ্জন পুরকায়স্থ, মো. আব্দুল আহাদ, যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সাংগঠনিক সম্পাদক মো. শাহীন আলম, অর্থ সম্পাদক মো বায়েজীদ বিন ওয়াহিদ, দপ্তর সম্পাদক মো. মহসিন কবির, সিনিয়র সদস্য মো. দিল আহমদ ও মো. সাইফ উল্লাাহ।
আপনার মন্তব্য লিখুন