বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ্ব-১৭- উদ্বোধন
বার্তা সম্পাদক প্রকাশিত: ১১:২০ অপরাহ্ণ , ২০ জুন ২০২৩, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
মো. তাসলিম উদ্দিন সরাইল( ব্রাহ্মণবাড়িয়া)ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইলে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব-১৭) খেলার উদ্বোধন করা হয়েছে।মঙ্গলবার (২০জুন) বিকালের দিকে সরাইল উপজেলা প্রশাসনের আয়োজনে সরাইল শেখ রাসেল মিনি স্টেডিয়ামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুনার্মেন্টের উদ্বোধনী খেলা উদ্বোধন করেন,উপজেলা শাহবাজপুর ইউনিয়ন চেয়ারম্যান খায়রুল হুদা চৌধুরী বাদল। এ সময় উপস্থিত ছিলেন, সরাইল উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এস এম ফরিদ, উপজেলা চুন্টা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো.হুমায়ুন কবির, সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটি সাধারণ সম্পাদক মো. তাসলিম উদ্দিন, সরাইল থানা এস আই মো. জয়নাল আবেদীন, উপজেলা যুবলীগ নেতা মো. জাকির হোসেন, জাতীয় ফুটবলার আবুল কাশেম,সহ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুনার্মেন্টে সরাইল উপজেলার ৯টি ইউপি মোট নয়টি দল অংশগ্রহন করবেন।উদ্বোধনী খেলায় শাহবাজপুর ইউনিয়ন ফুটবল একাদশ ও চুন্টা ইউনিয়ন ফুটবল একাদশ অংশগ্রহন করে। উদ্বোধনী খেলায় শাহবাজপুর ইউনিয়ন ১-০ গোলে চুন্টা ইউনিয়ন ফুটবল একাদশকে পরাজিত করে দ্বিতীয় রাউন্ডে উত্তীর্ন হয়।জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুনার্মেন্টের খেলায় রেফারির দায়িত্বপালন করেন মো. মাসুম উল্লাহ খন্দকার, সহকারী রেফারি মো. শফিক ও আব্দুল মতিন। ধারাভাষ্যকার পরিবেশন করেন, মো. মজিদ বক্স ও সুমেল।
আপনার মন্তব্য লিখুন