ব্রাহ্মণবাড়িয়ায় কসবায় সাংবাদিক নাদিম হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন
বার্তা সম্পাদক প্রকাশিত: ৩:০২ অপরাহ্ণ , ১৮ জুন ২০২৩, রবিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
মোহাম্মদ রাসেল মিয়া কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :জামালপুরের বকশিগঞ্জে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় কসবায় মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বেলা সাড়ে ১১টার দিকে কসবা থানা প্রেস ক্লাবের প্রধান কার্যলয় সামনে এই মানববন্ধন ও বিক্ষোভের আয়োজন করা হয়।
কসবা থানা প্রেসক্লাব ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের উদ্যেগে মানববন্ধনে প্রেসক্লাবের ও বিএমএসএফ এর সভাপতি মোবারক হোসেন চৌধুরী (নাছির) সভাপতিত্বে বক্তব্য রাখেন, দৈনিক মানবজমিন কসবা প্রতিনিধি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ সজল আহম্মদ । প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক দৈনিক যায়যায় কাল,
নবচেতনা কসবা প্রতিনিধি ও প্রত্যাশা টিভি সম্পাদক মোহাম্মদ রাসেল মিয়া, সহ- সভাপতি স্টাফ রিপোর্টার অন্যায়ের চিত্র সাংবাদিক মোস্তফা, কসবা আর্দশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলাল উদ্দিন, অব:প্রাপ্ত আড়াইবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজুরুল ইসলাম, প্রেসক্লাবের অর্থ হাসান, মানবাধিকার কর্মী সোহাগী আক্তার, কার্যকরী সদস্য হাসিব সহ আরো অনেকেই ।
এসময় বক্তারা বলেন, সাংবাদিক নাদিম হত্যার মাস্টার মাইন্ড ইউপি চেয়ারম্যান বাবু ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দিয়েছিলেন। কিন্তু সেই মামলা মিথ্যা প্রমাণিত হওয়ায় আদালত তা খারিজ করে দেন। কিন্তু মামলা খারিজের কয়েক ঘন্টার মধ্যেই চেয়ারম্যান বাবু নিজে উপস্থিত থেকে সাংবাদিক নাদিমকে নৃশংসভাবে হত্যা করে। সাংবাদিকদের নিরাপত্তা কোথায় ? সঠিক সংবাদ প্রকাশ করেও সাংবাদিক নাদিমকে প্রাণ দিতে হয়েছে। বক্তারা আরও বলেন, দীর্ঘদিনেও সাংবাদিক সাগর-রুনি দম্পতির হত্যার বিচার হয়নি। আমরা জানি না নাদিম হত্যার বিচার হবে কিনা। হত্যাকারী ইউপি চেয়ারম্যান বাবুসহ সকল খুনিদের ফাঁসির দাবি জানাই। পাশাপাশি আমরা সকল সাংবাদিক হত্যা ও নির্যাতনের বিচার দাবি করছি।
আপনার মন্তব্য লিখুন