১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

EN

জামালগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন-এমপি শামীমা

বার্তা সম্পাদক

প্রকাশিত: ২:৫৯ অপরাহ্ণ , ১৮ জুন ২০২৩, রবিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে

মো. শাহীন আলম,সুনামগঞ্জ প্রতিনিধি::সুনামগঞ্জের জামালগঞ্জে কর্মরত জামালগঞ্জ প্রেসক্লাবের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন সিলেট-সুনামগঞ্জ সংরক্ষিত আসনের সংসদ সদস্য এডভোকেট শামীমা আক্তার খানম।

শনিবার সকালে উপজেলার জামালগঞ্জ প্রেসক্লাবের কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সভাপতি মো. হাবিবুর রহমান এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. জিয়াউর রহমানের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট-সুনামগঞ্জ সংরক্ষিত আসনের সংসদ সদস্য এডভোকেট শামীমা আক্তার খানম।
এ সময় আরো উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. ওয়ালী উল্লাহ সরকার, অঞ্জন পুরকায়স্থ, মো. আব্দুল আহাদ, সাংগঠনিক সম্পাদক মো. শাহীন আলম, অর্থ সম্পাদক মো. বায়েজীদ বিন ওয়াহিদ, প্রচার সম্পাদক বিশ্বজিত রায়, দপ্তর সম্পাদক মো. মহসিন কবির, সাহিত্য সম্পাদক নেহার দেবনাথ, সিনিয়র সদস্য মো. দিল আহমদসহ উপজেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাও. আবদুল আওয়াল, উপজেলা কৃষকলীগের সভাপতি মো. জালাল উদ্দিন, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান তারেকসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ।
এসময় এমপি শামীমা তার বক্তব্যে বলেন, সাংবাদিকদের বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন করতে হবে। প্রকৃত সাংবাদিকগণের কারনে তৃনমূল পর্যায়ের অন্যায় ও অপরাধচিত্র ফুটে উঠে সারাদেশে। এছাড়া বর্তমান সরকারের আমলে সাংবাদিকগণ সবচেয়ে বেশি নিরপেক্ষ ভাবে কাজ করার সুযোগ পাচ্ছে। শুধু অপরাধ নয় আওয়ামী লীগের সকল উন্নয়নের সংবাদগুলো গুরুত্ব সহকারে মিডিয়ায় প্রকাশ করার জন্য পরামর্শ দেন তিনি।

 

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

June 2023
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
আরও পড়ুন