নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে জামালগঞ্জ প্রেসক্লাবের মতবিনিময় সভা
বার্তা সম্পাদক প্রকাশিত: ১১:৪৩ অপরাহ্ণ , ১৫ জুন ২০২৩, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
মো. শাহীন আলম,সুনামগঞ্জ প্রতিনিধি::সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মাসুদ রানা’র সাথে জামালগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা অনুষ্টিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই মত বিনিময় সভা অনুষ্টিত হয়।
অনুষ্ঠানে প্রথমেই সকলের সাথে পরিচিতি ও স্থানীয় বিভিন্ন সমস্যা সম্ভাবনা এবং উত্তরণের পথ নিয়ে নিয়ে আলোচনা করা হয়।
সভায় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) তনুকা ভৌমিক।
এসময় বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সভাপতি মো. হাবিবুর রহমান, সাবেক সভাপতি মো. ওয়ালী উল্লাহ সরকার, অঞ্জন পুরকায়স্থ, আব্দুল আহাদ, সহ সভাপতি মো. শেরে আলম শেরু, সাধারণ সম্পাদক মো. জিয়াউর রহমান, যুগ্ন সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ আল মামুন, সাংগঠনিক সম্পাদক মো. শাহীন আলম, কোষাধ্যক্ষ মো. বায়েজীদ বিন ওয়াহিদ, প্রচার সম্পাদক বিশ্বজিত রায়, দপ্তর সম্পাদক মো. মহসিন কবির, সাহিত্য সম্পাদক নেহার দেবনাথ, নির্বাহী সদস্য মো. দিল আহমদ ও মো. সাইফ উল্লাহ।
উল্লেখ্য: গত মঙ্গলবার জামালগঞ্জ উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্তজার্তিক বিভাগে পড়াশোনা শেষ করে ৩৫তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা মো. মাসুদ রানা। সদ্য বিদায়ী জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত দেব’কে জামালগঞ্জ থেকে সিলেট সিটি কর্পোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়েছে।
আপনার মন্তব্য লিখুন