জামালগঞ্জে নতুন ইউএনও’র যোগদান
বার্তা সম্পাদক প্রকাশিত: ৪:২২ অপরাহ্ণ , ১৫ জুন ২০২৩, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
মো. শাহীন আলম, সুনামগঞ্জ প্রতিনিধি::সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন মাসুদ রানা। মঙ্গলবার (১৩ জুন) সকালে জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদানের সময় উপজেলা সহকারী কমিশনার ভূমি তনুকা ভৌমিক উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, ইউপি সচিব ও সুশীল সমাজের নেতৃবৃন্দ ফুল দিয়ে বরণ করেন। মাসুদ রানা ৩৫তম বিসিএস (প্রশাসন) এর একজন কর্মকর্তা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক বিভাগে পড়াশোনা করেন।
জামালগঞ্জে যোগদানের আগে তিনি খাগড়াছড়ি জেলা ও ময়মনসিংহ জেলায় সহকারী কমিশনার (ভূমি) ও সবশেষ ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে রেভিনিউ ডেপুটি কালেক্টর হিসেবে কর্মরত ছিলেন। নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা বলেন, সকলের সহযোগিতায় এ উপজেলাবাসীকে সর্বদা সেবা দেওয়ার চেষ্টা করে যাবো। উপজেলা প্রশাসনকে জনবান্ধব প্রশাসন হিসেবে গড়ে তুলতে সকলের সহযোগিতা প্রয়োজন।
জানাযায়, মাসুদ রানা নেত্রকোনা জেলার মদন উপজেলার এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন।
১৩.০৬.২৩
আপনার মন্তব্য লিখুন