১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

EN

ব্রাহ্মণবাড়িয়ায় ন্যাশনাল মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিঃ এর আত্মসাৎকৃত অর্থ ফেরৎ ও দায়ীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১০:০৬ অপরাহ্ণ , ১৩ মে ২০২৩, শনিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে

এনই আকন্ঞ্জি ,ব্রাহ্মণবাড়িয়ায় ন্যাশনাল মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিঃ এর আত্মসাৎকৃত অর্থ ফেরৎ ও এর সত্ত্বাধিকারী এনামুল হক খোকন , সাইফুল ইসলাম লিমন সহ পলাতক কর্মকর্তা কর্মচারীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন করেছে প্রতারণার শিকার গ্রাহকরা ।

আজ শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে আয়োজিত মানব বন্ধনে বক্তব্য রাখেন প্রতারণার শিকার মোঃ তাজুল ইসলাম , সুমী বেগম , হাসেনা বেগম , নিলুফার বেগম , আলতাফ হোসেন প্রমুখ।

এ সময় বক্তারা বলেন সদর উপজেলার মসজিদ রোডে ভূইয়া ম্যানসনের ৪র্থ তলায় একটি অংশে নিবন্ধিত এ সমিতি তাদের কার্যক্রম পারচালনা করে আসছিল। উক্ত সমিতির কর্মকর্তা ও কর্মচারীরা অধিক মুনাফার লোভ দেখিয়ে প্রায় ২ শতাধিক গ্রাহকের কাছ থেকে প্রায় ৬ কোটি টাকা হাতিয়ে নেয়। প্রতিশ্রুত মুনাফা দিতে না পারায় গ্রাহকরা তাদের আমানত ফিরিয়ে দিতে বললে এক পর্যায়ে তারা গা ঢাকা দেয়। এ ব্যাপারে ক্ষতিগ্রস্তদের পক্ষ থেকে পর্যন্ত ৪/৫ টি মামলা দায়ের করা হয়েছে। তবে এখন পর্যন্ত প্রায় সবাই ধরাছোঁয়ার বাইরে থাকায় ক্ষোভ প্রকাশ করেছে ভুক্তভোগীরা।এ বিষয়ে তারা মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামানা করেছে।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

May 2023
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
আরও পড়ুন