সরাইল উচালিয়াপাড়া মাদ্রাসায় বুখারী উপলক্ষে দোয়া ও ছবক অনুষ্ঠিত
বার্তা সম্পাদক প্রকাশিত: ৯:১৯ অপরাহ্ণ , ৯ মে ২০২৩, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
মো. তাসলিম উদ্দিন সরাইল( ব্রাহ্মণবাড়িয়া) ব্রাহ্মণবাড়িয়া জেলা সরাইল উপজেলা উচালিয়াপাড়ার শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া দারুল কোরআন উচালিয়াপাড়া মাদ্রাসার নতুন শিক্ষা বর্ষের হাদীস শাস্ত্রের অন্যতম শ্রেষ্ঠ গ্রন্থ বুখারী শরীফের ছবক বুখারী উপলক্ষে,আলোচনা সভা, দোয়া ও ছবক প্রদান অনুষ্ঠিত হয়। সোমবার (৮ মে) বাদ এশা সরাইল জামিয়া ইসলামিয়া দারুল কোরআন উচালিয়া পাড়া মাদ্রাসার নতুন শিক্ষা বর্ষের বুখারী ছবক উপলক্ষে দোয়া ও আলোচনা অনুষ্টানের সভাপতিত্ব করেন, জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসা শিক্ষা সচিব মাওলানা শামসুল হক সুফিজী।প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সরাইল উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ সরওয়ার উদ্দীন,অত্র মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা জহিরুল ইসলাম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মকর্তা ডা.মো. নোমান মিয়া, সরাইল থানা অফিসার ইনচার্জ মো. আসলাম হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহিদ খালেদ জামিল খান, সরাইল সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জাব্বার, আওয়ামী লীগ নেতা মাহফুজ আলী, সরাইল রিপোর্টার্স ইউনিটি সাধারণ সম্পাদক মো. তাসলিম উদ্দিন, মো. জাকারিয়া, মা. সজল এ ছাড়াও মাদ্রাসা কমিটির সদস্যবৃন্দ ও অত্র মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে দেশ ও জাতির কল্যাণে দোয়া করা হয়।
আপনার মন্তব্য লিখুন