নাসিরনগরে আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিক্ষার্থীর মৃত্যু
বার্তা সম্পাদক প্রকাশিত: ৬:৫৩ পূর্বাহ্ণ , ৭ মে ২০২৩, রবিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
এনই আকন্ঞ্জি,ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সুইটি আক্তার (৮) নামে এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
নিহত সুইটি আক্তার উপজেলার গুনিয়াউক ইউনিয়নের গুনিয়াউক দক্ষিণ গ্রাম হাজী বাড়ির মরহুম মোঃ আসমত আলীর মেয়ে। সে গুনিয়াউক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল।
গতকাল ৫ই মে (শুক্রবার) সকাল ১১ টা থেকে তাকে খোঁজে পাওয়া যাচ্ছিল না। তার খোঁজে এলাকায় মাইকিং করা হয়েছিল। পরবর্তীতে আজ ৬ই মে (শনিবার) সকালে নিজ বাড়ির ছাঁদ থেকে সুইটির মরদেহ উদ্ধার করা হয়। সে বাড়ির ছাঁদ থেকে গাছে উঠে আম পারছিল। এ সময় গাছের ভেতর দিয়ে আরেক বাড়িতে যাওয়া বিদ্যুৎ সংযোগের সঙ্গে পৃষ্ট হয়ে মারা যায় সুইটি।
নাসিরনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুল্লাহ সরকার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মন্তব্য লিখুন