১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

EN

ব্রাহ্মণবাড়িয়ায় দেরিতে কেন্দ্রে আসায় পরীক্ষা দেওয়া হলো না সুজনের

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১১:১০ অপরাহ্ণ , ১ মে ২০২৩, সোমবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে

এনই আকন্ঞ্জি ,এস এস সি পরীক্ষার প্রথমদিন ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এক পরীক্ষার্থী পরীক্ষা শুরুর দেড় ঘন্টা পর কেন্দ্রে আসায় পরীক্ষা দিতে দেওয়া হয়নি। পরীক্ষায় অংশ নিতে না পারা ওই পরিক্ষার্থী নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়ের ছাত্র। তার নাম মোঃ সুজন ভূইঁয়া। সে নাসিরনগর সদর পশ্চিম পাড়ার মোঃ আব্দুল আজিজ ভূইঁয়া’র ছেলে।

শিক্ষার্থী সুজন ভূইঁয়া জানায়, সে এসএসসি’
২০২৩ এর রুটিন বা সময়সূচী ভুল করে ফেলে। পরীক্ষার সময় সকাল ১০ টা হলেও সে ভেবেছে দুপুর ২ টায় তার পরীক্ষা শুরু হবে। পরে তার এক বন্ধু ফোনে তাকে বিষয়টি অবগত করলে সে দ্রুত নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে ছুটে আসে। ততক্ষনে অনেক সময় চলে গেছে।

এ ব্যপারে নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুর রহিম বলেন, নিয়মানুযায়ী প্রত্যেক পরীক্ষার্থী কে সকাল সাড়ে ৯ ঘটিকার ভেতরে কেন্দ্রে প্রবেশ করতে হয়। কিন্তু সে দেড়ঘন্টা পরে এসেছে।নির্ধারিত সময়ের দেড় ঘন্টা পরে সকাল সাড়ে ১১ টায় ওই ছাত্র পরীক্ষা দিতে কেন্দ্রে আসে।এ সময় নৈবর্ত্তিক পরীক্ষা শেষ হয়ে গেছে এবং সকল শিক্ষার্থীর উপস্থিতি তালিকা ও আনুষাঙ্গিক কাগজ পত্র জমা হয়ে গেছে। নিয়ম মাফিক পরীক্ষা শুরুর ১৫ মিনিট পার হয়ে গেলে কোন পরিক্ষার্থী আর পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনা। এজন্য নিয়ম অনুযায়ী কতৃর্পক্ষের সিদ্ধান্ত মোতাবেক ওই শিক্ষার্থীকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেয়া হয়নি।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

May 2023
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
আরও পড়ুন