তীব্র গরমে আবারো রেল লাইন বাঁকা হয়েছে
বার্তা সম্পাদক প্রকাশিত: ৯:২০ অপরাহ্ণ , ২৯ এপ্রিল ২০২৩, শনিবার , পোষ্ট করা হয়েছে 1 month আগে
স্টাফ রিপোর্টার: ব্রাহ্মণবাড়িয়া থেকে আশুগঞ্জ পর্যন্ত সাড়ে ৯ কিলোমিটার রেলপথে ট্রেন চলাচল ক্রমেই ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। অতিরিক্ত গরমে এই রেলপথের কয়েকটি অংশে বেঁকে যাচ্ছে রেললাইন।
শনিবার (২৯ এপ্রিল) ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার দাড়িয়াপুর ও হরণ এলাকায় রেললাইন বেঁকে যায়। ফলে বেলা ১১টা থেকে আপলাইনে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। আর এক লাইনে ট্রেন চলাচল বন্ধ থাকায় শিডিউল বিপর্যয় ঘটে বিলম্বে চলছে প্রায় সবকটি ট্রেন। এতে দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের।
জানা গেছে, শনিবার বেলা ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার দাড়িয়াপুর এলাকায় রেললাইনে বেঁকে যাওয়ার ঘটনা জানতে পারে রেল কর্তৃপক্ষ। এর পর থেকেই আপলাইনে ট্রেন চলাচল বন্ধ করে দেয়া হয়। পরবর্তীতে সদর উপজেলার হরণ এলাকায়ও রেললাইন বেঁকে যাওয়ার বিষয়টি নজরে আসে রেলওয়ে কর্মীদের।
আপনার মন্তব্য লিখুন