১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

EN

সরাইলে আইন শৃংখলা কমিটির মাসিক সভা

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১১:১৪ অপরাহ্ণ , ২৭ এপ্রিল ২০২৩, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে

মো তাসলিম উদ্দিন সরাইল( ব্রাহ্মণবিড়িয়া) ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলা প্রশাসনের আয়োজনে আইন শৃংখলা কমিটির মাসিক সভা ২৭ এপ্রিল বৃহস্পতিবার সকাল সাড়ে দশ টায় উপজেলা সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভপতিত্ব করেন সরাইল উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ সরওয়ার উদ্দীন।সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিক উদ্দিন ঠাকুর , উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা ডা. মো. নোমান মিয়া,
সরাইল থানা অফিসার ইনচার্জ মো. আসলাম হোসেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবু হানিফ মিয়া,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া বেগম, উপজেলা সাবেক ডিপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. আনোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা মো. সাহার উদ্দিন,
উপজেলা জাতীয় পার্টি নেতা মো. রহমত হোসেন, সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটি সাধারণ সম্পাদক মো. তাসলিম উদ্দিন,সরাইল সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল জব্বার,নোয়াগাঁও ইউপি চেয়ারম্যান মো. মনসুর আলী, চুন্টা ইউপি চেয়ারম্যান মো.হুমায়ুন কবির, পানিশ্বর ইউপি চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান, অরুয়াইল ইউপি চেয়ারম্যান মো. মোশারফ হোসেন ভুইয়া, পাকশিমুল ইউপি চেয়ারম্যান মো. কাউসার হোসেন। আইন- শৃঙ্খলা সভায় উপজেলা পরিষদ মহিলা ভাইস- চেয়ারম্যান রোকেয়া বেগম তিনি তার বক্তব্যে বলেন, কালিকচ্ছ বাজারে গত ১৪ এপ্রিল, ২০২৩ ইং তারিখ সন্ধ্যার পর অকাঙ্ক্ষিত ঘটনায় তরুণ ব্যবসায়ী নিহত হয়েছেন। প্রথমে আমি তার আত্মার মাগফেরাত কামনা করি এবং তার পরিবারের প্রতি সমেবেদনা জ্ঞাপন করছি। তিনি বলেন, ঐ ঘটনার একজন সাংবাদিক ও গুরুতর আহত হয়েছে। আমি এ বিষয়টি নিন্দা জানাচ্ছি।এবং এই ঘটনার সুষ্ঠ তদন্ত করে প্রকৃত ঘটনা বের করে আনার আহ্বান করছি। তিনি বলেন, ঘটনাটি ঘটার পর পরই সরকারি লোকসহ নানা শ্রেণী পেশার লোক বিষয়টিকে ভিন্ন হাতে প্রবাহিত করার জন্য উঠে পরে লেগেছে বলে আমার কাছে প্রতিয়মান হচ্ছে।ঐ ঘটনায় নানা প্ররোচনায় একাধিক আবেদনে আমাদের উপজেলার একজন শান্তি প্রিয় জন প্রতিনিধিকে দোষী করার চেষ্টা চলছে।
মহিলা ভাইস চেয়ারম্যান বলেন, মুল ঘটনাটি আরও পরিষ্কার হবে কালিকচ্ছ বাজারে কয়েক জন ব্যবসায়ীর ব্যক্তিগত উদ্যোগে স্থাপন করা ( সিসি টিভি ) ক্যামেরা গুলো সঠিকভাবে পর্যবেক্ষণ করলে। কিন্তু দু:খের বিষয় আমরা জেনেছি ঐ( সিসি ক্যামেরা ) গুলো বতর্মানে প্রশাসনের হাতে রয়েছে। কেন এমনটি করা হয়েছে।এটি আমার জিজ্ঞাসা? পাশাপাশি ঘটনাটির বিচার বিভাগীয় তদন্ত দাবী করছি। এই ঘটনাটি স্থানীয় সাংবাদিকদের অনুসন্ধানী প্রতিবেদন এর মাধ্যমে বের করে আনার জন্য অনুরোধ করছি বলে হাতে একটি লিখিত কাগজ উপজেলা আইন-শৃঙ্খলা সভার সভাপতি সহ সকলকে একটি কাগজ দেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া বেগম।এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত কাউসার হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা নওশাদ মাহমুদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. জান্নাত বেগম,উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা মোছা. বিউটি আক্তার । মাটি কাঠা,ড্রেজার ,মাদক, চুরি, ডাকাতি ও দাঙ্গা নিরসনে বক্তব্যের জবাবে উপজেলা নির্বাহী অফিসার ও সভার সভাপতি মুহাম্মদ সরওয়ার উদ্দীন দ্রুত ও কার্যকরী ব্যবস্থা নেয়ার নির্দেশনা দিয়ে উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য শেষ করেন এবং সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

April 2023
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
আরও পড়ুন