সরাইলে খালের পেটে অপরিকল্পিত কালভার্ট নির্মাণ
বার্তা সম্পাদক প্রকাশিত: ১০:০৫ অপরাহ্ণ , ১৮ মার্চ ২০২৩, শনিবার , পোষ্ট করা হয়েছে 5 days আগে
মো. তাসলিম উদ্দিন সরাইল( ব্রাহ্মণবাড়িয়া) সরাইল উপজেলার বিভিন্ন ইউনিয়নে পানি চলাচলের খালে ইউনিয়ন পরিষদের অপরিকল্পিত কালভার্ট নির্মাণে ফলে দিনের দিন খালের গতিপথ প্রায় বন্ধ হয়ে যাচ্ছে। এনিয়ে স্থানীয় কৃষকদের মাঝে ক্ষোভ বিরাজ করছে। এলাকার কৃষকদের সাথে কথা হলে তারা জানান, যেখানে খাল খনন করে খালের প্রবাহ ঠিক রাখার কথা, সেখানে ইউনিয়ন পরিষদ অপরিকল্পিত কালভার্ট দিয়ে খাল মেরে ফেলার উদ্যোগ নিয়েছে।গ্রামবাসীর সাথে কথা হলে তারা বলেন, এমন করে ইউনিয়ন পরিষদের হাস্যকর কাজ।খালের পেটের ভেতরে কালভার্ট করা অযৌক্তিক। এতে খাল মরে যাবে। খাল বাঁচাতে কালভার্টগুলো অপসারণ করা প্রয়োজন। আর না হলে বৃষ্টি হলে জলাবদ্ধতা দেখা দেবে এলাকা জুড়ে। এখন আসছে বৃষ্টির সময় দেখবেন? সরাইল সদর বড্ডা পাড়ার খাল দখলে আর অপরিকল্পিত কালভার্ট করে। খাল প্রায় শেষ। কিছু লোক বিভিন্ন নামে খালের ওপর কালভার্ট করে ছোট্ট দোকান করে মাসে পর মাস ভাড়া তুলে। এসব দেখার যেন কেউ নেই। আবার কিছু লোক আছে মুক্ত হস্তক্ষেপ করে। সরেজমিনে গিয়ে দেখা গেছে,সুর্ষকান্দী- নোয়াগাঁ খালের শাখা খালে প্রথম কালভার্টটি পাঠান পাড়াল পাশে, দ্বিতীয়টি নাথপাড়া কুমার পাড়াও নিজ সরাইল- বড্ডাপাড়া, শাহবাজপুর এলাকায়সহ কয়েকটি কালভার্ট নির্মাণ করা হয়েছে।সরাইল উপজেলার প্রধান খালের কালভার্ট গুলো জ্বলন্ত প্রমাণ পেটের ভেতরে কিভাবে করা হয়েছে। ভিতরে দুই ফুটের মতো জায়গা রাখা হয়েছে। এতে পানির প্রবাহ বাধাগ্রস্ত হবে। দেখা যায় অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি হয় রোডে ঘাটে। এই অপরিকল্পিত কাজের জন্য বেশির ভাগ খাল এখন দখলে পরিণত হয়েছে। এদিকে এলাকা বাসীর দাবী খাল পরিষ্কার করে পানি চলাচলের ব্যবস্থা করতে কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন।
সরাইল উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ সরওয়ার উদ্দীন বলেন,এইসবের কারণে পানির প্রবাহ বাধাগ্রস্ত হবে বলে তিনি এ প্রতিনিধিকে বলেন,খালে পেটের ভিতরে কালভার্ট নির্মাণের বিষয়ে অভিযোগ পেয়েছি।এ বিষয়ে প্রয়োজ নীয় ব্যবস্থা নেয়া হবে।সরকারের অর্থ কোন ভাবে অপচয় করা যাবে না।
আপনার মন্তব্য লিখুন