জামালগঞ্জে বজ্রপাতে একজনের মৃত্যু
বার্তা সম্পাদক প্রকাশিত: ১১:৪২ অপরাহ্ণ , ১৫ মার্চ ২০২৩, বুধবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
মো. শাহীন আলম, সুনামগঞ্জ প্রতিনিধি:সুনামগঞ্জের জামালগঞ্জে বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে।
বুধবার সকালে উপজেলার ফেনারবাঁক ইউনিয়নের মিনি পাগনা হাওরে বজ্রপাতে আবু হানিফ (৪৫) নামে একজনের মৃত্যু হয়েছে।
নিহত আবু হানিফ উপজেলার ফেনারবাঁক ইউনিয়নের জামলাবাজ গ্রামের মৃত শুক্কুর আলীর ছেলে।
জানাযায়, প্রতিদিনের ন্যায় বুধবার সকালে মিনি পাগনা হাওরে নিজের মরিচ খেত দেখতে গেলে আকাশে বজ্রপাত শুরু হয়। এসময় বাড়ি ফেরার পথে বজ্রপাতে তার শরীরের অংশ ঝলসে যায়, ঘটনাস্থল থেকে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। নিহত আবু হানিফের স্ত্রী, ৩ ছেলে ও ২ মেয়ে রয়েছে।
এব্যাপারে ফেনারবাঁক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজল চন্দ্র তালুকদার জানান, তার মৃত্যুর খবর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়েছে। উপজেলা প্রশাসন থেকে মৃতের পরিবারকে সহযোগিতার আশ্বাস দেন।
১৫.০৩.২৩
আপনার মন্তব্য লিখুন