মুরাদনগর শ্রীকাইল কিন্ডার গার্টেনের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
বার্তা সম্পাদক প্রকাশিত: ১১:৪৮ অপরাহ্ণ , ২৫ ফেব্রুয়ারি ২০২৩, শনিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি কুমিল্লার মুরাদনগর উপজেলার শ্রীকাইল কিন্ডার গার্টেন স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। শনিবার ২৫শে ফেব্রুয়ারি সকাল ১০টায় শ্রীকাইল কিন্ডার গার্টেন প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে ১নং শ্রীকাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইকবাল বাহার এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মুরাদনগর উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ আনোয়ার হোসেন চৌধুরী।
শ্রীকাইল কিন্ডার গার্টেন ম্যানেজিং কমিটির সভাপতি সহিদুল ইসলাম বাবুর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন শ্রীকাইল সরকারি কলেজের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক নজরুল ইসলাম, শ্রীকাইল কিন্ডার গার্টেনের অধ্যক্ষ মোঃ নজরুল ইসলাম, শ্রীকাইল কে কে উচ্চ বিদ্যালয়ের প্রাপ্তন প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ মোসলেহ উদ্দিন, সাবেক ম্যানেজিং কমিটির সদস্য আনোয়ার হোসেন আনু, শ্রীকাইল ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ আব্দুল কুদ্দুস, মুরাদনগর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সহ-সভাপতি মোঃ লুৎফর রহমান, মুরাদনগর উপজেলা জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি এম কে আই জাবেদ, শ্রীকাইল ইউপি ৭নং ওয়ার্ড মেম্বার গোলাম কিবরিয়া, শ্রীকাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক টিটন কুমার সরকার, বিশিষ্ট গবেষক ও সাহিত্যিক মোঃ হাবিবুর রহমান বিদুৎ।
সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন: মুরাদনগর উপজেলা আওয়ামী লীগের সদস্য মোঃ আব্দুস সাত্তার, সোনালী ব্যাংক লিঃ মুরাদনগর শাখার ব্যবস্থাপক মোঃ লুৎফর রহমান, শ্রীকাইল কে কে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামাল উদ্দিন সরকার, সহকারী প্রধান শিক্ষক মোঃ নাছির উদ্দিন, সহকারী শিক্ষক সাখাওয়াত হোসেন, আবু সাঈদ, নজম উদ্দিন ভূঁইয়া বালিকা উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সদস্য রফিকুল ইসলাম বেগ, সহকারী শিক্ষক মোঃ তারিকুল ইসলাম, মোঃ মন মিয়া, সোনাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ জসিম উদ্দিন, শ্রীকাইল গ্ৰামের হাজী আব্দুর রশিদ, ননী গোপাল ভদ্র, ব্যবসায়ী মোঃ সাইফুল ইসলাম, প্রবাসী মোঃ ফারুক মিয়া প্রমূখ।
আপনার মন্তব্য লিখুন