১২ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

EN

ইউপি চেয়ারম্যানসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১০:৫৮ অপরাহ্ণ , ৫ ফেব্রুয়ারি ২০২৩, রবিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে

স্টাফ রিপোর্টার: ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার সুহিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রশিদ ভূইয়াসহ তার লোকজনের বিরুদ্ধে নারীকে মারধরসহ শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। জোরপূর্বক জায়গা দখল করতে গিয়ে নারীকে মারধর ও শ্লীলতাহানি করেছেন উল্লেখ করে সৈয়দা বদরুননেছা নামে এক নারী ওই চেয়ারম্যানসহ ১৬ জনের বিরুদ্ধে আদালতে দ্রুত বিচার আইনে মামলা করেছেন।

সৈয়দা বদরুননেছা সুহিলপুর ইউনিয়নের হিন্দুপাড়ার বাসিন্দা মো. সারওয়ারের স্ত্রী। ইউপি চেয়ারম্যান আবদুর রশিদ ভূইয়াও একই গ্রামের বাসিন্দা।

গত মঙ্গলবার (৩১ জানুয়ারি) বদরুননেছা আদালতে প্রথম মামলা করেন। পরের দিন তিনি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে আসামিদের বিরুদ্ধে বিরোধপূর্ণ জায়গায় প্রবেশে নিষেধাজ্ঞার আদেশ চেয়ে আরেকটি মামলা করেন। গত বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) বদরুননেছার শ্বশুর সামছুল হুদা বাদী হয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে আরেকটি মামলা করেন।

মামলার বাদীপক্ষের আইনজীবী মাসুদুর রহমান জানান, আদালত দ্রুত বিচার আইনের ধারার মামলাসহ দুটি মামলা তদন্ত করে এক মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন আদালতে জমা দিতে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন।

 

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

February 2023
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728  
আরও পড়ুন