অসমাপ্ত কাজ সম্পন্ন করব উকিল আব্দুস সাত্তার ভূয়া
বার্তা সম্পাদক প্রকাশিত: ৯:০২ অপরাহ্ণ , ১ ফেব্রুয়ারি ২০২৩, বুধবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
স্টাফ রিপোর্টারঃএকাদশ জাতীয় সংসদে বিএনপি সংসদ সদস্য হয়ে যেসব কাজ শেষ করতে পারেননি, উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়লাভ করে সেসব কাজ সমাপ্ত করবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের প্রার্থী আব্দুস সাত্তার ভূঁঞা।
নিজের ছেড়ে দেওয়া আসনে উপ-নির্বাচনে প্রার্থী হয়ে আলোচিত বর্ষিয়ান এই রাজনীতিবিদ বুধবার সকালে ভোটাধিকার প্রয়োগ করে এই আশাবাদ ব্যক্ত করেন।
সকাল ১০টার পর সরাইল উপজেলার পরমানন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে আসেন উকিল আব্দুস সাত্তার। এ সময় তার সঙ্গে কয়েকজন অনুসারী উপস্থিত ছিলেন; যারা স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী।
ইভিএমে ভোট দিয়ে বেরিয়ে এসে কলার ছড়া প্রতীকের এই প্রার্থী বলেন, ভোট দিতে পেরে আমার খুব ভাল লাগছে।
আপনার মন্তব্য লিখুন