২১শে মার্চ, ২০২৩ ইং | ৭ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

EN

বিএনপি তাকে ছুড়ে ফেলে দিয়েছে: আহমেদ হোসেন

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৮:৫৬ পূর্বাহ্ণ , ৩০ জানুয়ারি ২০২৩, সোমবার , পোষ্ট করা হয়েছে 2 months আগে

মো.তাসলিম উদ্দিন সরাইল( ব্রাহ্মণবাড়িয়া)
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন বলেছেন,বিএনপি উকিল আবদুস সাত্তারকে ছুড়ে ফেলে দিয়েছে। তারেক জিয়া তার সঙ্গে বেয়াদবি করেছে। সাত্তারের সঙ্গে এখন আর বিএনপি নাই।প্রধানমন্ত্রী তার পাশে এসে দাঁড়িয়েছেন। আমরা এখন তার পাশে আছি। এলাকার  উন্নয়ন হবে বলে কলার ছড়ি মার্কা ভোট চাইলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন। উক্ত সভায় বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী। জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আল মামুন সরকার, সংরক্ষিত আসনের নারী সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উম্মে ফাতেমা নাজমা বেগম (শিউলি আজাদ),অরুয়াইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আবু তালেব মিয়ার সভাপতিত্বে
স্বতন্ত্র প্রার্থী উকিল আবদুস সাত্তার ভূঁইয়াসহ অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি হেলাল উদ্দিন, জেলা আওয়ামী লীগের যুগ্মসম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্মসম্পাদক মঈন উদ্দিন মঈন, বেসরকারি শিক্ষক কল্যান ট্রাস্টের সদস্য সচিব অধ্যক্ষ শাজাহান আলম সাজু, বাংলাদেশ আইন সমিতির সভাপতি এড. কামরুজ্জান আনসারী,সরাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিক উদ্দিন ঠাকুর, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এড. নাজমুল হোসেন, মইনুল ইসলাম তুষার,
অরুয়াইল ইউপি চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন, পাকশিমুল ইউপি আওয়ামীলীগ সভাপতি মো. সাইফুল ইসলাম প্রমুখ। অরুয়াইল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড.শফিকুর রহমানের সঞ্চালনায় নির্বাচনী সভার প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী  ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে নির্দেশনা পাঠিয়েছেন দলীয় স্বতন্ত্র প্রার্থীদের বসিয়ে সাত্তার সাহেবের পক্ষে দলীয় নেতাকর্মীদের নামার জন্য। আমি জননেত্রী শেখ হাসিনার বার্তা নিয়ে এসেছি। তাই ১ ফেব্রুয়ারির উপনির্বাচনে আবদুস সাত্তারকে বিপুল ভোটে বিজয়ী করে সাত্তার সাহেবের অপমানের ও তারেক জিয়ার বেয়াদবির জবাব দিতে হবে। কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক  আহমেদ হোসেন অরুয়াইল তিতাস নদীর উপর নির্মিত ব্রিজ দেখিয়ে বলেন,আপনারা জানেন,এ ব্রিজ শেখ হাসিনা করে দিয়েছেন। আগামী নির্বাচনের আরও এক বছর বাকি। তাই সাত্তার সাহেবকে বিজয়ী করলে এলাকার আরও উন্নয়ন হবে। উকিল আব্দুস সাত্তার ভূঁইয়া আপনাদের এলাকার মুরুব্বী মানুষ। তাই কলার ছড়িকে ভোট দিয়ে বিজয়ী করা আপনাদের বড় দায়িত্ব।
নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলা ও আশুগঞ্জ উপজেলা নিয়ে ব্রাহ্মণবাড়িয়া-২ আসন গঠিত। দুই উপজেলায় রয়েছে ১৭টি ইউনিয়ন। এর মধ্যে সরাইল উপজেলায় রয়েছে ৯টি ইউনিয়ন ও আশুগঞ্জ উপজেলায় রয়েছে ৮টি ইউনিয়ন।উপনির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৭৩ হাজার ৩১৩ জন। এর মধ্যে সরাইল উপজেলায় ২ লাখ ৪১ হাজার ৭৯ এবং আশুগঞ্জ উপজেলার মোট ভোটার ১ লাখ ৩২ হাজার। উপনির্বাচনে মোট কেন্দ্র ১৩২টি। এরমধ্যে সরাইল উপজেলার ৯টি ইউনিয়নে ৮৪টি ও আশুগঞ্জ উপজেলার ৮টি ইউনিয়নে ৪৮টি ভোট কেন্দ্র করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

January 2023
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
আরও পড়ুন