১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

EN

আখাউড়ায় প্রতিবন্ধি কিশোরের মরদেহ উদ্ধার

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৭:১৩ অপরাহ্ণ , ৫ জানুয়ারি ২০২৩, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে

এনই আকন্ঞ্জি ,ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলস্টেশন এলাকা থেকে বাকপ্রতিবন্ধি (১৫) এক কিশোরের

মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত কিশোরের নাম ও পরিচয় পাওয়া যায়নি।

বৃহস্পতিবার দুপুরে নিহত কিশোরের মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা
সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এর আগে বুধবার রাত ১২ টার দিকে রেলস্টেশন এলাকা থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার
করে।

পুলিশ জানায়, রাতে রেলস্টেশন এলাকায় কিশোরের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়
লোকজন ও মুসল্লীরা বিষয়টি পুলিশকে অবগত করে। পুলিশ রাতেই মরদেহ উদ্ধার করে
থানায় নিয়ে আসে।

রেলস্টেশন এলাকার গুনি মিয়া নামের এক ব্যবসায়ি জানায়, ভবঘুরে প্রকৃতির ছেলেটি মুখে কথা বলতে পারতো না। বেশির ভাগ সময় সে
স্টেশন এলাকায় ঘোরাফেরা করতো। স্টেশনে ট্রেন দাঁড়ালে ভিক্ষা করতো। গত কয়েকদিন ধরে অসুস্থ থাকায় স্টেশনের ওভার ব্রিজের নিচেই শুয়ে বসে থাকতো।

আখাউড়া রেলওয়ে থানার ওসি আলিম হোসেন সিকদার জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ
মর্গে পাঠানো হয়েছে। তার নাম ও পরিচয় শনাক্ত করতে পুলিশ কাজ করছে।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

January 2023
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
আরও পড়ুন