১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

EN

মুরাদনগরে দৈনিক ইত্তেফাক পত্রিকার ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১:১০ পূর্বাহ্ণ , ২৮ ডিসেম্বর ২০২২, বুধবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার মুরাদনগর উপজেলায় দেশের ঐত্যিবাহী সংবাদমাধ্যম দৈনিক ইত্তেফাকের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য আয়োজনে উদযাপন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলায় কেক কাটা, আলোচনা সভা ও র‌্যালী অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ। প্রধান অতিথির বক্তবের এমপি শুরুতে দৈনিক ইত্তেফাকের ৭০তম প্রতিষ্ঠাবর্ষে পদার্পণ করায় সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা জানিয়ে বলেন, বাংলাদেশ রাষ্ট্রে জন্মের পেছনে এক একটি অন্দোলনে পেছনে দৈনিক ইত্তেফাক নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছে। নান চড়াই-উৎরাই ও কন্টকাকীর্ণ পথ অতিক্রম করে ইত্তেফাক আজ গণমানুষের মুখপাত্র পরিণত হয়েছে।

দৈনিক ইত্তেফাকের মুরাদনগর সংবাদদাতা মোশাররফ হোসেন মনিরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আলাউদ্দিন ভূঞা জনী, মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার, মুরাদনগর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম সরকার ও ধামঘর ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের। এ সময় আরো উপস্থিত ছিলেন, দৈনিক যুগান্তরের ব্যুরো চীফ আবুল খায়ের, দৈনিক সমকালের প্রতিনিধি বেলাল উদ্দিন আহম্মেদ, দৈনিক কুমিল্লার কথার স্টাফ রির্পোটার আহসান হাবীব শামিম, দৈনিক মানবকন্ঠের প্রতিনিধি মাহবুব আলম আরিফ, দৈনিক সরেজমিনের কুমিল্লা ব্যুরো কেএম শারফিন শাহ্, দৈনিক ইনকিলাবের সংবাদদাতা মনির হোসাইন, দৈনিক যায়যায় দিনের প্রতিনিধি জালাল উদ্দিন, দৈনিক প্রতিদিনের সংবাদের প্রতিনিধি নাজিম উদ্দিন, দৈনিক ভোরের চেতনার স্টাফ রির্পেটার দুলাল আহম্মেদ,দৈনিক দেশরূপান্তরের প্রতিনিধি শফিকুল ইসলাম, দৈনিক সময়ের আলোর প্রতিনিধি ফাহাদ রহমান, দৈনিক বাংলাদেশের খবরের প্রতিনিধি মাহফুজুর রহমান, দৈনিক আমার সংবাদের প্রতিনিধি এম এইচ শুভ, দৈনিক খোলা কাগজের প্রতিনিধি আরিফ গাজী, দৈনিক আজকের সংবাদের প্রতিনিধি রাসেল মিয়া, দৈনিক কালজয়ীর প্রতিনিধি দেলোয়ার হোসেন, দৈনিক একুশে সংবাদের প্রতিনিধি নজরুল ইসলাম, দৈনিক মুক্তির লড়াইয়ের প্রতিনিধি সাজ্জাদ হোসেন শিমুল, দৈনিক তৃতীয় মাত্রার প্রতিনিধি ইউনুস মিয়া, দৈনিক বাংলাদেশ সমাচারের প্রতিনিধি শাখাওয়াত হোসেন তুহিন প্রমূখ।

 

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

December 2022
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
আরও পড়ুন