এক ব্যবসায়ীকে ছুরিকাঘাতের ঘটনায় পৌর কাউন্সিলর কারাগারে
বার্তা সম্পাদক প্রকাশিত: ১০:২৮ অপরাহ্ণ , ২৩ ডিসেম্বর ২০২২, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে
এনই আকন্ঞ্জি,ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় তোফাজ্জল হোসেন (৩৫) নামেi এক ব্যবসায়ীকে ছুরিকাঘাতের ঘটনায় পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইব্রাহিম মিয়া সুজনকে গ্রেপ্তার করেছে র্যাব ও পুলিশের যৌথ টিম। বৃহস্পতিবার রাত ৯টার দিকে র্যাব-৯ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের সহযোগিতায় আখাউড়া পৌর এলাকার রাধানগর এলাকা থেকে তাকে আটক করা হয়। শুক্রবার সকালে তাকে আদালতে পাঠানো হয়।
আহত তোফাজ্জলের ভাই জামির হোসেনের দায়ের করা মামলা, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পৌর এলাকার নারায়ণপুরের বাসিন্দা তোফাজ্জল হোসেন বুধবার দুপুরে সড়ক বাজারে তার দোকানের সংস্কার কাজ করাচ্ছিলেন। এ সময় কাউন্সিলর সুজন মিয়া এসে জায়গা নিয়ে বিরোধের কথা জানিয়ে বাধা দেন। এ নিয়ে তর্কাতর্কির এক পর্যায়ে তোফাজ্জলের ওপর হামলায় চালানো হয়। হামলায় ছুরিকাঘাতে আহত তোফাজ্জলকে প্রথমে আখাউড়া ও পরে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসাপাতালে চিকিৎসা দেওয়া হয়। বৃহস্পতিবার দুপুরের এ ঘটনায় মামলা শুক্রবার রাতে আখাউড়া থানায় নথিভুক্ত করা হয়।
মামলায় সুজন ও তার দুই ভাইসহ পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো দুই-তিনজনকে আসামি করা হয়েছে। স্থানীয় একটি সূত্র জানায়, মূলত কাউন্সিলর সুজনের এক ভাইয়ের সঙ্গে কথা-কাটাকাটির জের ধরে এ হামলা হয়।
জামির হোসেন শুক্রবার বিকেলে জানান, দোকান নিয়ে খালাজুড়া গ্রামের আব্দুল আজিজের সঙ্গে তোফাজ্জলের বিরোধ চলছিল। এ ঘটনাকে কেন্দ্র করে তোফাজ্জলের ওপর হামলা করা হয়। কিছুটা সুস্থ তোফাজ্জলকে বাসায় নিয়ে আসা হয়েছে।
এ ব্যাপারে আখাউড়া থানার ওসি মো. আসাদুল ইসলাম জানান, মামলা দায়েরের পর কাউন্সিলর সুজনকে গ্রেপ্তার করা হয়। আটক সুজনকে শুক্রবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
আপনার মন্তব্য লিখুন