ব্রাহ্মণাড়িয়ায় জেলা সদরের আনন্দ বাজার থেকে নিষিদ্ধ ঘোষিত ২১৮ কেজি পলিথিন জব্দ
বার্তা সম্পাদক প্রকাশিত: ৯:০৭ অপরাহ্ণ , ২০ ডিসেম্বর ২০২২, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে
এনই আকন্ঞ্জি ,ব্রাহ্মণাড়িয়ায় জেলা সদরের আনন্দ বাজার থেকে নিষিদ্ধ ঘোষিত ২১৮ কেজি পলিথিন জব্দ করা হয়েছে। মঙ্গলবার (২০ ডিসেম্বর) পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের উদ্যোগে ও জেলা প্রশাসনের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এসব অবৈধ পলিথিন জব্দ করা হয়।
এ সময় আট প্রতিষ্ঠানকে আলাদা আটটি মামলায় দুই লাখ ৪৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমাণ আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করেন জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম মুস্তাফা মুন্না।
এছাড়াও উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক জোবায়ের হোসেন ও অন্যান্য কর্মচারী এবং বাংলাদেশ পুলিশ ও আনসার বাহিনীর টিম অংশগ্রহণ করেন। পরিবেশ সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আপনার মন্তব্য লিখুন