ব্রাহ্মণবাড়িয়ায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
বার্তা সম্পাদক প্রকাশিত: ৯:২২ অপরাহ্ণ , ১৪ ডিসেম্বর ২০২২, বুধবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়ায় যথাযথ মর্যদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।
দিবসটি পালনে বুধবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে শহরের কাউতলীতে শহীদ স্মৃতি সৌধ হিরন্ময়ে পুষ্পস্তবক অর্পন করা হয়। এ সময় জেলাপ্রশাসক মোঃ শাহগীর আলম, পুলিশ সুপার মোঃ শাখাওয়াত হোসেন, জেলাপরিষদ চেয়ারম্যান আল মামুন সরকার, পৌর মেয়র মিসেস নায়ার কবীর’সহস্থানীয় মুক্তিযোদ্ধা সংসদ পরিষদ, জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দসহ নানা শ্রেণি পেশার মানুষ পুষ্পস্তবক অর্পন করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
এছাড়াও দিনটি পালনে শিশু কিশোরদের অংশগ্রহনে চিত্রাংক ও আবৃত্তি প্রতিযোগিতা, মসজিদ, মন্দিরসহ সকল ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ দোয়া ও প্রার্থনা এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠনগুলো নানাকর্মসূচীর আয়োজন করা হয়।
আপনার মন্তব্য লিখুন