ব্রাহ্মণবাড়িয়ায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সাক্ষর-সীল জালিয়াতি, ছাত্রলীগ সেক্রেটারি গ্রেফতার
বার্তা সম্পাদক প্রকাশিত: ৭:০৪ অপরাহ্ণ , ১৩ ডিসেম্বর ২০২২, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে
স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারকের সাক্ষর ও সীল জালিয়াতির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ বাপ্পি (২৯) কে গ্রেফতার করেছে অপরাধ তদন্তকারী সংস্থা (সিআইডি)। গ্রেফতারকৃত বাপ্পি উপজেলার নিজ সরাইল গ্রামের মোখলেছুর রহমানের ছেলে।
সোমবার (১২ ডিসেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া সিআইডির পুলিশ সুপার শাহরিয়ার রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ব্রাহ্মণবাড়িয়া চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কাগজপত্র জাল জালিয়াতির করার অভিযোগে সোমবার ভোরে নিজ বাড়ি থেকে বাপ্পিকে গ্রেফতার করা হয়। আদালতের কাগজপত্র জালিয়াতির অভিযোগে এক আইনজীবী আদালতে মামলা দায়ের করেন। সেই মামলায় বাপ্পিকে গ্রেফতার করা হয়।
আপনার মন্তব্য লিখুন