প্যানেল চেয়ারম্যান-১ নির্বাচিত হওয়ায় আইনমন্ত্রী ও জেলা পরিষদ চেয়ারম্যানকে এম.এ আজিজের কৃতজ্ঞতা
বার্তা সম্পাদক প্রকাশিত: ১১:৩০ অপরাহ্ণ , ২ ডিসেম্বর ২০২২, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে
এনই আকন্ঞ্জি ,ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ মনোনীত হয়েছেন কসবা সাধারণ ওয়ার্ড থেকে বিজয়ী এম.এ আজিজ। গত বৃহস্পতিবার সকালে জেলা পরিষদের সম্মেলন কক্ষে জেলা পরিষদের প্রথম মাসিক সভায় আলোচনা শেষে এক সিদ্ধান্তমতে আইনমন্ত্রী এড. আনিসুল হক এমপি’র আস্থাভাজন ও কসবার তারুণ্যের প্রতীক আজিজকে প্যানেল চেয়ারম্যান-১ হিসেবে মনোনীত করা হয়। সভায় জেলাপরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আল-মামুন সরকারের সভাপতিত্বে সভায় জেলা পরিষদের নবনির্বাচিত ১২ জন সদস্য, জেলার ৯টি উপজেলার ৯ জন উপজেলা পরিষদ চেয়ারম্যান, ৯ জন উপজেলা নির্বাহী অফিসার, জেলার ৫টি পৌরসভার ৫ জন মেয়র উপস্থিত ছিলেন।
প্যানেল চেয়ারম্যান-১ মনোনীত হওয়ায় কসবা-আখাউড়ার অভিভাবক আইনমন্ত্রী এড. আনিসুল হক এমপি ও বিপুল ভোটে তাক লাগানো বিজয়ী জেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা আল মামুন সরকারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এমএ আজিজ। গতকাল শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ার স্থানীয় গণমাধ্যমে প্রেরিত বিবৃতিতে আইনমন্ত্রী এড. আনিসুল হক ও আল মামুন সরকারের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
আপনার মন্তব্য লিখুন