কসবায় ৫৩ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার।।
বার্তা সম্পাদক প্রকাশিত: ৭:২২ অপরাহ্ণ , ২ ডিসেম্বর ২০২২, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ৫৩ কেজি গাঁজাসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার গ্রেফতার করেছে পুলিশ৷
শুক্রবার (২ ডিসেম্বর) সকালে উপজেলার বিনাউটি ইউনিয়নের কসবা- সৈয়দাবাদ সড়কে ট্রাকে করে গাঁজা পাচারের সময় তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ভাদুঘর এলাকার মুন্না ঢালী (২৪), কসবা উপজেলার লেশিয়ারা গ্রামের রাসেল (২৫) ও কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার ওয়াহিদুন নবী (২৬)।
কসবার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন জানান, গ্রেপ্তার ব্যক্তিরা কসবার সীমান্ত এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে পাঁচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। গোপন তথ্যের ভিত্তিতে খবর পেয়ে কসবা থানা পুলিশের একটি আভিযানিক দল বিনাউটি ইউনিয়নের কসবা-সৈয়দাবাদ সড়কে মাদক বিরোধী অভিযান চালায়।
এসময় গাঁজাবাহী ট্রাকটি আটক করে তল্লাশি চালিয়ে ৫৩ কেজি গাঁজা জব্দসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে কসবায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে ওসি জানিয়েছেন।
আপনার মন্তব্য লিখুন