ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু
বার্তা সম্পাদক প্রকাশিত: ৯:১৮ অপরাহ্ণ , ২৮ নভেম্বর ২০২২, সোমবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি।।ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় সুহাতা রেললাইনে অজ্ঞাত এক নারী (৫০) ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছে।
সোমবার (২৮ নভেম্বর) দুপুর ২টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার রামরাইল ইউনিয়নের সুহাতা রেললাইনে এ ঘটনা ঘটে। এখনও নিহত নারীর নাম-পরিচয় জানা যায়নি।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) সালাউদ্দিন খান নোমান নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সালাউদ্দিন খান নোমান বলেন, চট্রগ্রাম থেকে ছেড়ে আসা চট্রলা এক্সপ্রেস ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়ার সুহাতা রেললাইন দিয়ে আসছিল। এসময় অজ্ঞাত এক নারী ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলে মারা যান।
তিনি বলেন, নিহত নারী নাম-পরিচয় এখনো জানা যায়নি। পিবিআইকে তাদের পরিচয় শনাক্ত করতে সহায়তা করতে বলা হয়েছে।
আপনার মন্তব্য লিখুন