১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

EN

নবীনগর উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে, স্লোগান দেওয়াকে কেন্দ্র করে চেয়ার ছোড়াছুড়ি

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৯:৩৫ অপরাহ্ণ , ২৭ নভেম্বর ২০২২, রবিবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন শুরুর আগেই স্লোগান দেওয়াকে কেন্দ্র করে কর্মী-সমর্থকদের মধ্যে চেয়ার ছোড়াছুড়ির ঘটনা ঘটেছে।

রোববার ২৬- ১১-২২ দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার নবীনগর পাইলট সরকারি উচ্চবিদ্যালয়ের মাঠে এ ঘটনা ঘটে। এতে অন্তত ১০ কর্মী আহত হয়েছেন।

সম্মেলনের অতিথিরা উপস্থিত হলে জাতীয় সংগীতের পর অতিথিরা জাতীয় পতাকা উত্তোলন করে মঞ্চে ওঠেন। বেলা সাড়ে ১২টার দিকে জাগরণী গান পরিবেশন করা হয়। গান শেষ হওয়ার পরপরই ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়জুর রহমান এবং ওই আসনের বর্তমান সংসদ সদস্য মোহাম্মদ এবাদুল করিমের নাম ধরে কর্মী-সমর্থকেরা স্লোগান দিতে শুরু করেন। কিছু সময়ের মধ্যেই দুই নেতার কর্মী-সমর্থকেরা উত্তেজিত হয়ে চেয়ার ছোড়াছুড়ি শুরু করেন। এ সময় কর্মী-সমর্থকেরা আতঙ্কিত হয়ে পড়েন। পরিস্থিতি সামাল দিতে মঞ্চের নেতারা মাইকে ঘোষণা দিয়ে কর্মীদের শান্ত হতে বলেন। তবে ১০ মিনিট ধরে চেয়ার ছোড়াছুড়ি চলে।

দুই পক্ষের সংঘর্ষের সময় ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি উবায়দুল মোকতাদির চৌধুরী মাইকে বলেন, ‘অনেক সম্মেলন করেছি। এই প্রথম কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটল। এখানে সাবেক সংসদ সদস্য ফয়জুর রহমান ও বর্তমান সংসদ সদস্য এবাদুল করিম—কারও নামেই কোনো স্লোগান হবে না।

এরপর মাইকের দিকে এগিয়ে যান মোহাম্মদ এবাদুল করিম। তিনি কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে বলেন, ‘চেয়ার ছোড়াছুড়ি অপমানজনক হয়েছে। কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতাদের সামনে আমরা অপমানিত হয়েছি আপনারা কি চান আমাদের অপদস্থ করতে?

এরপর মাইকে ফয়জুর রহমান বাদল বলেন, ‘আপনারা আমাদের “জুতাপেটা”করেছেন কাউকেই ছাড় দেওয়া হবে না, সে যে-ই হোক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দুপুর ১২টা ৫১ মিনিটে সম্মেলনের উদ্বোধন করেন উবায়দুল মোকতাদির চৌধুরী।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ, প্রধান বক্তা জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগে সম্পাদক আল মামুন সরকার, এ ছাড়া কেন্দ্রীয় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনের সংসদ সদস্য এ বি তাজুল ইসলাম, জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি হেলাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু সহ প্রমুখ।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

November 2022
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
আরও পড়ুন