ডিসেম্বরে ২৩ আই পি এলে’র মিনি নিলাম
বার্তা সম্পাদক প্রকাশিত: ১২:২৮ অপরাহ্ণ , ১৯ নভেম্বর ২০২২, শনিবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
ডিসেম্বর মাসের ২৩ তারিখ কেরালার কোচিতে বসতে চলেছে এবারের আইপিএল এর মিনি নিলাম (IPL Auction)। যেহেতু গত বছর আইপিএল এর মেগা নিলাম অনুষ্ঠিত হয়েছিল সেই কারণে এবার আইপিএলে মিনি নিলাম (IPL Auction) অনুষ্ঠিত হতে চলেছে। তবে তার আগে গত ১৫ ই নভেম্বর আইপিএলের প্রত্যেকটি ফ্রাঞ্চাইজি তাদের ধরে রাখা এবং ছেড়ে দেওয়া ক্রিকেটারদের তালিকা বিসিসিআই এর কাছে জমা দিয়েছে।
এবার আইপিএলে (IPL) কোন ক্রিকেটাররা বেশি দাম পেতে চলেছেন কারাই বা অবিক্রিত থেকে যাবে এই নিয়েই চলছে নানা জল্পনা। এরই মধ্যে ভারতের প্রাক্তন ক্রিকেটার তথা বর্তমান ধারাভাষ্যকর আকাশ চোপড়া (Akash Chopra) জানিয়ে দিলেন এবার আইপিএলের নিলামে কোন তিন ক্রিকেটার সব থেকে বেশি দাম পেতে চলেছেন।
ক্যামেরন গ্রীন:- আকাশ চোপড়ার মত এবার আইপিএল নিলামে সব থেকে বেশি দাম পেতে চলেছেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেরন গ্রিন। গত সেপ্টেম্বর মাসে অস্ট্রেলিয়া যখন ভারত সফর এসেছিল তখন তিন ম্যাচের টি২০ সিরিজ হয়েছিল ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে। সেই তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দুটি ম্যাচে দুর্দান্ত হাফ সেঞ্চুরি করেছিলেন ক্যামেরন গ্রীন। আর তারপর থেকে তাকে নিয়ে জোর আলোচনা চলছে। যদিও এবারের বিশ্বকাপে সেই ভাবে দলে সুযোগ পাননি গ্রীন।
আপনার মন্তব্য লিখুন