আশুগঞ্জে ১০০ কেজি গাঁজাসহ একজন আটক
বার্তা সম্পাদক প্রকাশিত: ৯:৪২ অপরাহ্ণ , ১৩ নভেম্বর ২০২২, রবিবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে
এনই আকন্ঞ্জি,ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মাছের ড্রামের ভিতর ও গাড়ির বডির নিচ থেকে ১০০ কেজি গাঁজাসহ একজনকে আটক করেছে র্যাব। রোববার ভোর ৬ টার দিকে আশুগঞ্জ উপজেলার সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোলপ্লাজার সামনে অভিযান পরিচালনা করে পিকআপভ্যানসহ তাকে আটক করা হয়। আটক মো. আলমগীর (২১) ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার হড়িয়া গাইবাজার এলাকার মো. আজিজুলের ছেলে।
রোববার দুপুরে র্যাব-১৪, ভৈরব ক্যাম্পের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আক্কাছ আলীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, রোববার ভোর ৬ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জেলার আশুগঞ্জ উপজেলার সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোলপ্লাজার সামনে অভিযান পরিচালনা করে পিকআপভ্যানসহ তাকে আটক করা হয়। পরে তার ব্যবহৃত পিকআপভ্যান তল্লাসী করে পিকআপভ্যানে থাকা মাছের ড্রামের ভিতর ও গাড়ির বডির নিচে অভিনব কায়দায় বক্সের ভিতর থেকে ৫০ বান্ডিলের ১০০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। সে একজন চিহ্নিত মাদক ব্যবসায়ি। তার বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।
আপনার মন্তব্য লিখুন