ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদে চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত আল মামুন সরকার
বার্তা সম্পাদক প্রকাশিত: ৯:৪৪ অপরাহ্ণ , ১৭ অক্টোবর ২০২২, সোমবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে
স্টাফ রিপোর্টারঃ ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগমনোনীত প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার নির্বাচিত হয়েছেন। তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বি শফিকুর আলমের চেয়ে ২৬৯ ভোট বেশি পেয়েছেন।
ব্রাহ্মণবাড়িয়া জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় ও জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, নির্বাচনে আল মামুন সরকার পেয়েছেন ৮২২ ভোট। তার প্রতীক ছিল (আনারস)। শফিকুর আলম পেয়েছেন ৫৫৩ ভোট। তিনি মোটরসাইকেল প্রতীকে নির্বাচন করেন।
ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ নির্বাচনে সাধারণ সদস্য পদে ৪৩ ও সংরক্ষি আসনে নারী সদস্য পদে ১৩প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
জেলা বিশেষ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ডিআইও-১) মোহাম্মদ শাহেদ বলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকারকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে।
আপনার মন্তব্য লিখুন