ব্রাহ্মণবাড়িয়ার দুই উপজেলায় কুকুরের কামড়ে নারী-শিশুসহ আহত ২৫
বার্তা সম্পাদক প্রকাশিত: ১০:০৯ অপরাহ্ণ , ১৮ সেপ্টেম্বর ২০২২, রবিবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে
এনই আকন্ঞ্জি ,ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর ও আশুগন্ঞ্জ উপজেলায় কুকুরের কামড়ে নারী-শিশুসহ ২৫ জন আহত হয়েছেন।
রোববার (১৮ সেপ্টেম্বর) বিকেলে নবীনগরের বড়াইল ও আশুগঞ্জের লালপুর, শরীফপুর ও দক্ষিণ তারুয়া এলাকায় এ ঘটনা ঘটে।
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আনিসুল হক জানান, ১৫ জন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। তাদের কয়েকজনকে হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুদ্দিন আনোয়ার বলেন, বিকেল ৪টা থেকে বড়াইলের আশপাশের কয়েকটি এলাকায় কুকুরের কামড়ে বেশ কয়েকজন আহত হন।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান জানান, কুকুর কামড়ানোর কোনো ঘটনা পুলিশকে জানানো হয়নি। তবে খোঁজ নিয়ে বিস্তারিত বলা যাবে।
এ বিষয়ে সিভিল সার্জন ডা. মুহাম্মদ একরাম উল্লাহ জানান, হাসপাতালে পর্যাপ্ত ভ্যাকসিন সরবরাহ আছে। আহতদের ভ্যাকসিন দেওয়া হচ্ছে।
আপনার মন্তব্য লিখুন