সরাইলে ৪৭ বোতল ফেনসিডিলসহ দুই নারী আটক
বার্তা সম্পাদক প্রকাশিত: ৩:৫৮ অপরাহ্ণ , ১৬ সেপ্টেম্বর ২০২২, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে
মো. তাসলিম উদ্দিন সরাইল( ব্রাহ্মণবাড়িয়া) ব্রাহ্মণবাড়িয়া সরাইল কুট্রাপাড়া এলাকায় হাইওয়ে পুলিশ অভিযান চালিয়ে ৪৭ বোতল ফেনসিডিলসহ দুই নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে। শুক্রবার(১৬ সেপ্টেম্বর) দুপুরে দিকে সরাইল কুট্রাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে বলে নিশ্চিত করেন খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সুখেন্দু বসু। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সরাইল উপজেলার ঢাকা- সিলেট মহাসড়কের কুট্টাপাড়া মোড় থেকে দুই নারীকে আটক করা হয়।আটককৃতরা হলেন, কিশোরগঞ্জ ভৈরব এলাকার রোজিনা আক্তার (২৫) পিতা মৃত খোরশেদ মিয়া ও একই এলাকার হাছিনা (৪০) স্বামী-জাকির হোসেন। থানা সূত্রে জানা যায়, ৪৭ বোতল ফেনসিডিল পাইয়া যথাযত নিয়ম মোতাবেক উদ্ধার পূর্বক জব্দ করা হয়, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আপনার মন্তব্য লিখুন