মারকাজুল হিফজ ইন্টারন্যাশনাল মাদ্রাসা উদ্বোধন
বার্তা সম্পাদক প্রকাশিত: ৯:১৭ অপরাহ্ণ , ১০ সেপ্টেম্বর ২০২২, শনিবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে
বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মারকাজুল হিফজ ইন্টারন্যাশনাল মাদ্রাসা উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১০ সেপ্টেম্বর) সকাল ৯ টায় উপজেলার নিদারাবাদ দেওয়ান বাজারস্থ মারকাজুল হিফজ ইন্টারন্যাশনাল মাদ্রাসা উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠান মাওলানা নুরুল ইসলাম এর সভাপতিত্বে ও মাওলানা সাইফুল ইলামের সঞ্চলনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন পীরে কামেল হযরত মাওলানা আব্দুর রহমান, মাওলানা আশরাফ আলী হরষপুরী, মাওলানা আব্দুল মুকিত দেবন্দী, মাওলানা হাফেজ সেলিম, পাহাড়পুর ইউপির সাবেক চেয়ারম্যান মাহবুবুর রহমান মিয়া, মোঃ হাবিবুর রহমান, মাওলানা ওবায়দুল্লাহ, অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল হাফেজ ক্বারী আব্দুর রহমান, মোঃ ছায়েদুর রহমান প্রমূখ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য মাওলানা আবুল বাশার, বিশিষ্ট ব্যবসায়ী হাজী শহীদ মহাজন, সাংবাদিক এস এম টিপু চৌধুরী, আব্দুল মন্নান, মোঃ জায়েদ মিয়া, নুরুল ইসলাম মাষ্টারসহ নানা শ্রেণি পেশার লোকজন।
আলোচনা পর্ব শেষে বিশেষ দোয়া পরিচালনা করেন পীরে কামেল হযরত মাওলানা আব্দুর রহমান পীর সাহেব।
আপনার মন্তব্য লিখুন