১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

EN

সরাইল উপজেলা জনবান্ধব ইউএনও মৃদুল

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৩:০৭ অপরাহ্ণ , ১ সেপ্টেম্বর ২০২২, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে

মো. তাসলিম উদ্দিন সরাইল( ব্রাহ্মণবাড়িয়া)
গতকাল একজন মধ্যে বয়সের লোক উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে প্রবেশ করেন। উনার প্রয়োজনীয় আলাপ করেন, তার সমস্যার কথা গুলো গুরুত্ব সহকারে শুনেন ও কাজটি শেষ করে, হাসি মুখে বিদায় দেন। নিচে নামতে দেখি লোকটি দাঁড়িয়ে এমন করে বলছেন, আমরা সব সময় অফিসে আসতে পারি না, অনেক বছর আগে আসছিলাম, তবে এখনো ভাল মানুষ আছে। লোকটি বলছেন,আমাদের সরাইল উপজেলার ইতিহাসে গরীবদের কথা শুনেন এমন ইউএনও আমরা দেখিনি। তবে উনার কথা মুখের হাসি দিয়ে, আমাকে বলছেন, আপনি দাড়িয়ে কেন, বসে কথা বলেন, এতো দিন শুনেছি আজ দেখলাম জানলাম,উনি অল্প কয়েকদিনে যেভাবে সকলের ভালবাসা ও দোয়া পেয়েছেন, এই দেশ একদিন উনাদের মতো ভাল লোকের কারণেই উন্নতির শিখরে আরোহন করবে। ইউএনও থাকবেন উপজেলার সকল মানুষের হৃদয়ে। তবে ভাল অফিসাররা বেশী দিন থাকে না। যার কথা লোকটি বলছিলেন, তিনি একজন জনবান্ধব ইউএনও তিনি সরাইল উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল হক মৃদুল। উনার কাজের দক্ষতা ও চমৎকার কৌশলে উন্নয়নে এ উপজেলায় কাজ করে যাচ্ছেন। সরকারি দায়িত্ব পালনে,এখনও এমন কিছু আদর্শবান মানুষ আছেন যারা নীরবে- নিভৃতে দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাচ্ছেন, তাদেরই একজন গরীব- দু:খী মানুষের প্রকৃত বন্ধু। সুন্দর করে আলোকিত উপজেলা গড়ার একজন কারিগর। তিনি হলেন, ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল হক মৃদুল। একজন মানুষ সততা, নম্রতা ও নিষ্ঠার সাথে জীবন পরিচালনা করে অনেক দুর এগিয়ে যেতে পারেন, ইউএনও মৃদুল তা দেখিয়ে দিয়েছেন।
ব্যক্তি আচরণ আর সততার মধ্যে দিয়ে অতি অল্প সময়ে, তিনি সরাইল উপজেলাবাসীর মন জয় করেছেন। আজ এই অবস্থানে আসার জন্য তাকে বহু প্রতিবন্ধ কতার মোকাবেলা করতে হয়েছে। চেষ্টা আর সততাই ইউএনও মো. আরিফুল হক মৃদুলের সাফল্য ও মুলমন্ত্র।
তিনি ২০২০সালের ১৪ ডিসেম্বর সরাইল উপজেলা নির্বাহী অফিসার হিসাবে দায়িত্বভার গ্রহন করেন। মাননীয় প্রধান প্রধানমন্ত্রী আশ্রয়ন প্রকল্পে সরাইল উপজেলায় তিনশত১৪টি অসহায়, ভূমিহীন ও গৃহহীন পরিবারের মুখে হাসি ফুটছে আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত দুই কক্ষের সেমিপাকা ঘর নিষ্ঠার সাথে হস্তান্তর করেছেন ইউএনও মৃদুল। তখন থেকেই তিনি এই উপজেলায় যোগদানের পর এখানকার সরকারি – বে সরকারি অর্থায়নে বাস্তবায়িত ও বাস্তবায়নধীন প্রকল্প গুলোর কাজে অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে সম্পন্ন করে সরাইলের উন্নয়নে বিশেষ অবদান রেখে যাচ্ছেন। উপজেলার অফিস পাড়ায় আরসিসি রাস্তার কাজ, উপজেলা পরিষদ চেয়ারম্যান এর বাসভবন, চলমান রয়েছে উপজেলা কমপ্লেক্স ভবন এ ছাড়াও দৃষ্টি পড়েছে পরিষদের পুকুরের পশ্চিম পাড়ে বনের ছাউনি কাঠের ঘর, সাথে রয়েছে পুকুরে বাসছে নৌকা, এমন সৌন্দর্য দেখে পুকুর পাড়ে দাঁড়িয়ে অনেকেই বলেছেন একজন রুচিশীল ইউএনও পারে এমন সুন্দর্য করতে। পুকুরপাড়ে সৌন্দর্যবর্ধনের করা হয়েছে চতুর্দিকে পাকা রাস্তা ও অফিসার্স ক্লাবের মাঠ পাকা করন করে সকলের দৃষ্টি নন্দিত উপজেলা। এছাড়াও সরাইল উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষার মান উন্নয়নে, মাদক নিয়ন্ত্রণে, বাল্য বিয়ে বন্ধ,ন্যায় বিচার প্রতিষ্ঠা,গরিব-দু:খী মানুষের মাঝে সাহায্য ও সহযোগিতা করাই তাঁর মূল লক্ষ্য। শুধু তাই নয় সরাইল উপজেলার সার্বিক উন্নয়নেও গণমানুষের ভাগ্য পরিবর্তনে তিনি নিরলস ভাবে চেষ্টা করে যাচ্ছেন,তাঁর অসীম ধৈর্য, মমতা, ন্যায়পরায়ণতা, বিচক্ষণতা, এলাকার মানুষের প্রতি ভালবাসা ও সৎ সাহস থাকার কারণেই এসব উন্নয়ন সম্ভব হয়েছে।
আগামী দিনেও তিনি এ উপজেলার উন্নয়নের
ধারা অব্যাহত রাখবেন রাখবেন,এমনই প্রত্যাশা সরাইল বাসির। জাতীয় দিবসও সরকারি বিভিন্ন অনুষ্ঠান সফলতার সাথে সমাপ্তি করে আসছেন।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

September 2022
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
আরও পড়ুন