ব্রাহ্মণবাড়িয়ায় দুটি বেসরকারি হাসপাতালকে সিলগালা
বার্তা সম্পাদক প্রকাশিত: ১১:৩১ অপরাহ্ণ , ৩০ আগস্ট ২০২২, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে
এনই আকন্ঞ্জি, ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরে লাইসেন্স বিহীন বিভিন্ন ক্লিনিক ও বেসরকারি হাসপাতালে অভিযান চালিয়েছে স্বাস্থ্য বিভাগ। মঙ্গলবার জেলা প্রশাসনের সহায়তায় এই অভিযান চালানো হয়। এ সময় লাইসেন্স না থাকায় শহরের কুমারশীল মোড়ের আলিফ ডায়াগনস্টিক সেন্টার ও খৈয়াসার এলাকার লিবার্টি হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার নামে দুটি প্রতিষ্ঠানকে সিলগালা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শাখাওয়াত হোসেন। এ সময় তার সাথে ছিলেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজ কুমার বিশ্বাস ও মেডিক্যাল অফিসার আশরাফুর রহমান হিমেল। এ সময় বেশ কিছু বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে এক সপ্তাহের জন্য সতর্ক করা হয়েছে। অভিযান শেষে ডাঃ শাখাওয়াত বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের নিবন্ধন না থাকায় দুটি বেসরকারি হাসপাতালকে সালগালা করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে।
আপনার মন্তব্য লিখুন